এনএনবি : টানা বৃষ্টিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও এর আশপাশের এলাকাগুলো কার্যত অচল হয়ে পড়েছে। অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে; সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। দুর্ভোগ থেকে বাঁচতে শহরের কর্তৃপক্ষ স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছে। মুম্বাইয়ে ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। পূর্ব ও পশ্চিম শহরতলিতে রেকর্ড হয়েছে যথাক্রমে ৭২ ও ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত। এনডিটিভি লিখেছে, মুম্বাই ও এর আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরেই ভারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আবহাওয়া অফিস কোথাও কোথাও ‘অতি ভারি বৃষ্টিপাতের’ পূর্বাভাস জানিয়েঠে সোমবার ও মঙ্গলবারের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শহরটির কিছু কিছু এলাকায় সোমবার সকাল থেকে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাতের খবর দিয়েছে। ব্রিহানমুম্বাই পৌরসভা (বিএমসি) কর্তৃপক্ষ মুম্বাইয়ের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে; লোকজনকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে পরামর্শও দিয়েছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিওতে বৃষ্টির মধ্যে শহরের মূল মূল সড়কে শত শত গাড়ির আটকা পড়ার চিত্র উঠে এসেছে। আন্ধেরি, লোখান্ডওয়ালা, কাঞ্জুরমার্গ, সিওন গান্ধী মার্কেট ও নাভি মুম্বাইয়ে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। বাজে আবহাওয়ায় বিমান চলাচলও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ফ্লাইটই নির্ধারিত সময়ের পরে ছেড়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত কতগুলো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসাব দেয়নি। একাধিক গণমাধ্যমের খবরে মুম্বাইয়ের ‘লাইফলাইন’ খ্যাত লোকাল ট্রেনগুলো ১৫-২০ মিনিট দেরিতে চলছে বলে জানানো হয়েছে। চেম্বুরে একটি দেয়াল ধসে পড়ার খবর পাওয়া গেছে, তবে কারও হতাহত হওয়ার তথ্য মেলেনি। বিএমসি ও দমকলের লোকজন খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে।
রোববার রাতে শহরটির দক্ষিণাঞ্চলীয় একটি জেলায় একটি দোতলা ভবনের সিঁড়ি ধসে পড়ে তিনজন আহত হয়েছে।
Leave a Reply