কাগজ প্রতিবেদক ॥ যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষাগত সনদের সত্যতা যাচাই-বাছাই না করেই ইংরেজী, বাংলাসহ বিভিন্ন বিভাগে প্রায় ১০ জন সহকারী শিক্ষক, শিক্ষিকা নিয়োগ দিয়েছেন অর্থের বিনিময়ে। এমন নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে।
একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, সাংস্কৃতিক জনপদ হিসেবে খ্যাত কুমারখালী উপজেলার যদুবয়রা উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এলাকার ছেলে-মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যদুবয়রা উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। সরকারী বিধি অনুযায়ী বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের জন্য পত্রিকায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগ্যতা, অভিজ্ঞতার কাগজ পত্র এবং বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে। এর পর একটি নির্ধারিত দিনে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সর্বচ্চ নম্বরধারীকে সংশ্লিষ্ট বিভাগে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। এর পর একটি নির্ধারিত সময়ের পরে শিক্ষাগত যোগ্যতার মুল সনদ, বিদ্যালয়ের অন্য সকল শিক্ষকদের একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত শিক্ষক প্যানেল এমপিও ভুক্ত শিক্ষকের জন্য প্রেরণ করতে হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিস থেকে খুলনা ডিজি অফিসে প্রেরিত হয়। সকল দপ্তরে যাচাই-বাছাই শেষে উল্লেখিত শিক্ষকের এমপিও অনুমোদন হলে তিনি সরকারী কোষাগার থেকে বেতনভুক্ত হন। কিন্তু যুদবয়রা উত্তর চাদপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১০ জন শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে এসব নিয়ম না মানার অভিযোগ রয়েছে। সুত্রটি জানায়, কুমারখালি উপজেলা যদুবয়রা উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আলী ভুয়া, জাল সনদ, টেম্পারিং করা এবং লেমিনেটেড সার্টিফিকেট দিয়ে এবং নিজেই সকল শিক্ষকের স্বাক্ষর করে শিক্ষক প্যানেল বানিয়ে শিক্ষা অফিসের যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে একের পর এক শিক্ষক নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানাকে ২০০৬ সালে শাখা শিক্ষক হিসাবে নিয়োগ দেখিয়ে তার কাছ থেকে ৭ লক্ষ টাকা গ্রহনের অভিযোগ রয়েছে। সুত্রটি আরও জানায়, ওই সময়ে শাহেরা সুলতানার নিয়োগের বোর্ডের চিঠি ও পরির্দকের স্বাক্ষর জাল করে সকল কাগজপত্রের ফাইল খুলনা ডিডি অফিসে প্রেরণ করে। বোর্ড কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে তারা সহকারী শিক্ষিকা শাহেলা সুলতানার কাগজপত্র যাছাই-বাছাই করে তা সঠিক না হওয়ায় তার এমপিও ভুক্ত স্থগিত করে। এর পর ২০০৩ সালের ব্যাক ডেটে বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষিকা হিসেবে এস, এস, সি, এইচ, এস, সি ও ডিগ্রী পাশের সার্টিফিকেট লেমিনেটেড করে উক্ত পদে নিয়োগ দিয়ে এমপিও ভুক্তির জন্য আবেদন করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে চলতি বছর ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানার ইনডেক্স নম্বর পড়ার কথা রয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই সবশেষ যাচাই-বাছাই শেষে ঢাকা ডিজি অফিস আরও একটি ইনডেক্স নম্বর পড়ার পর ব্যাংকে তার হিসেবে বেতন চালু হবে বলে জানা গেছে। সুত্রটি জানায়, এসব কার্য করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। সহকারী শিক্ষিকা শাহেরা সুলতানার এস, এস,সি পাশ সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন স্কুল, কুমারখালী বাঁশগ্রাম কলেজ থেকে এইচ, এস, সি এবং খোকসা কলেজ থেকে ডিগ্রি পাশের সনদ রয়েছে। সুত্রটি বলছে, সহকারী শিক্ষিকা শাহেলা সুলতানার সকল সনদই লেমিনেটেড করা এর কারণ হিসেবে উল্লেখ্য করা হয়েছে তার সকল সনদ হারিয়ে গেছে। বিধি অনুযাী হানানো সনদের অনুকুলে জিডি করে তার পর সংশ্লিষ্ট বোর্ড, বিশ^বিদ্যালয় থেকে মুল সনদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে কিন্তু সহকারী শিক্ষিকা সাহেরা সুলতানা ক্ষেত্রে তার করা হয়নি। সুত্রটি বলছে, প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সাথে ওই শিক্ষিকার অন্তরঙ্গ সম্পর্কের পাশাপাশি তার কাছ থেকে মোটা অংকের আর্থিক ফায়দাও লুটেছেন তিনি। সুত্রটি বলছে, উক্ত শিক্ষিকার সকল সনদসহ তার কাগজ-পত্রের ফাইল কুমারখালি উপজেলা ও জেলা শিক্ষা অফিস পার করে খুলনা ডিডি অফিসের পিয়ন আনোয়ার ও হেডকিলার্ক মোঃ মনিরুজ্জামান মনির কে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ দিয়ে ২০০৩ সালে ব্যাক ডেটে বাংলা শিক্ষক পদে নিয়োগ দেখানো হয় বলে জানা গেছে। এ বিষয়ে এ প্রতিবেদক, খুলনা ডিডি এসএম আব্দুল খালেক সাহেবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা ও জেলা অফিস পার করে এখানে এসেছে এ বিষয়ে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে কথা বলার পরামর্শ প্রদান করেন। খুলনা ডিডি অফিসের হেডকিলার্ক মোঃ মনিরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অসুস্থ্য ঢাকাতে চিকিৎসাধীন আছি। আপনি আগামী রবিবার সন্ধার পর ফোন দিবেন বলে জানায়। ৪ লক্ষ ৫০ হাজার টাকার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিজি অফিসে এক কর্মকতা জানান, শাহেরা সুলতানার ইনডেক্স নম্বর ১৯ সেপ্টেম্বর বসবে। ‘খুলনা শিক্ষা অফিস তো না, ওইটা দূর্নীতির শিক্ষা অফিস, আর মনিরুজ্জাামানের বিরুদ্ধে অনেক অবজেকশন আছে, তার পরও কাজ করে যাচ্ছে সে,। এ সব বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বিকার করে বলেন, আমার কাছে ফাইল আসলে আমার মত দেখে আমি ছেড়ে দেই। এর পর যার যার মত সে তার নিজ ফাইল সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করে থাকেন। আর আপনারা কার কাছে কি শুনছেন তাই লিখবেন, আমার সাথে সরাসরি কথা বলেন, আমি সকালে আপনার অফিসে এসে স্বাক্ষাতে কথা বলি, বলে এ প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন।
উল্লেখ্য যে, শিক্ষার মান বাড়াতে চাইলে শিক্ষকতার মানও বাড়াতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষক নিয়োগে মেধা যোগ্যতাকে পাশ কাটিয়ে তদবিরে নিয়োগ দেওয়া হয়। এভাবে খুবই বাজে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।
Leave a Reply