কাগজ প্রতিবেদক ॥ স্বাধীন সার্বোভৌম ভূখন্ডে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের অন্য কোন বিকল্প নেই। এদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়া,অর্থনৈতিক সমৃদ্ধি, মানবসম্পদ উন্নয়নে জাতির সামনে ৩১ দফার সুফল তুলে ধরতে বিএনপি ও তৃণমূল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ,কুষ্টিয়া -৩ আসনরে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। গতকাল রোববার (১৭ আগষ্ট) কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর সৈরাচারের বিরুদ্ধে জেলজুলুম, নির্যাতন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে সংগ্রাম করে গিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল বিএনপি কর্মীরা। তিনি বলেন দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের চুড়ান্ত বিজয় রচিত হয় ২৪শের জুলাই গণঅভ্যুত্থানে। এ সময় ১৮ নং বিএনপির সভাপতি আতাউর রহমান মিঠু, সাধারন সম্পাদক মশিউর রহমান লাল, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি মোজ্জাকির রহমান রাব্বি সহ ১৮ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়াতাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ-সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সোহরাব উদ্দিন আলফামোড় েেথক শুরু করে উদিবাড়ি, পশ্চিম মজমপুর, র্পুব মজমপুর হয়ে সাদ্দাম বাজার মোড়ে এসে গণসংযোগ শেষ করনে।
Leave a Reply