কাগজ প্রতিবেদক ॥ সনাতন হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কুষ্টিয়ায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকালে কুষ্টিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কুষ্টিয়া পূজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি কুষ্টিয়া শহরপর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে ও শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রাটির উদ্বোধন করেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, মঙ্গল শোভাযাত্রার সভাপতি রতন কুমার পাল, দুলাল দেবনাথ, নিলয় সরকার, অসিত সিংহ রায়, শংকর মজুমদার, শিশির বিশ্বাস, তুহিন চাকি, ডাক্তার পি কে সাহা, তপন কুমার সাহা, নিলয় সরকার , রামদাস সরকার, হ্যাপি সাহা, প্রদীপ সরকার, স্বপন পারুই, অ্যাডভোকেট প্রবীর শাংলাল, বিজন কর্মকার, অ্যাডভোকেট দেবাশীষ পাল, স্বপন কুমার দে প্রমূখ। কুষ্টিয়ার বিভিন্ন মন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন নেচে গেয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হয়।শেষে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply