1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:52 am

কঙ্গনার ভিডিও শেয়ার করে অসন্তোষ প্রিয়াংকার

  • প্রকাশিত সময় Friday, August 15, 2025
  • 56 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের একটি ভিডিও রি-শেয়ার করেছেন শিবসেনা ইউবিটির প্রিয়াংকা চতুর্বেদী। সেই সঙ্গে অভিনেত্রীর নিরাপত্তায় মোতায়েন দেহরক্ষীদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রিয়াংকার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, কঙ্গনা রানাউতের দেহরক্ষী এক প্রবীণ সংসদ সদস্যকে ঠেলে সরিয়ে দিচ্ছেন। আর সেই দেহরক্ষীর আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন প্রিয়াংকা। প্রশ্ন তুলেছেনÑ এটা কী ধরনের আচরণ। প্রিয়াংকা চতুর্বেদী প্রথম ভিডিওটি পুনরায় শেয়ার করেছেন এবং কঙ্গনা রানাউতের নিরাপত্তায় নিযুক্ত জওয়ানকে সিআইএসএফ সৈনিক হিসাবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেনÑ এক সংসদ সদস্যের সিআইএসএফ আরেক প্রবীণ সংসদ সদস্য শ্রী এনকে প্রেমাচন্দ্রনকে ধাক্কা দিয়েছেÑ এটি লজ্জাজনক এবং মেনে নেওয়া যায় না। এসব কী ব্যবহার? প্রিয়াংকার পোস্টের জবাবে আবার এক সিআইএসএফ স্পষ্ট জানিয়ে দিয়েছেনÑ ভিডিওতে কঙ্গনা রানাউতের সঙ্গে যাকে দেখা যাচ্ছে, তিনি সিআইএসএফ জওয়ান নন। নিজের ভুল শুধরে দিয়ে প্রিয়াংকা আবার লিখেছেনÑ সুতরাং এক সিআইএফএস স্পষ্ট করে দিয়েছে যে, অন্য সংসদ সদস্যকে যে ধাক্কা দিচ্ছে, সে তাদের জওয়ান নয়, ওয়াই প্লাস সিকিউরিটি পাওয়ার কারণে সে দিল্লি পুলিশের পিএসও। এটা খুবই লজ্জাজনক। কারণ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
এ বিষয়ে সামাজিক মাধ্যম নেটিজেনরা অবশ্য প্রিয়াংকার পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটিজেন লিখেছেনÑ প্রথমত কঙ্গনার আর ওয়াই প্লাস সিকিউরিটি নেই। কঙ্গনা যেমন ওই প্রবীণ সংসদ সদস্যকে চেনেন না, তেমনই পিএসও তাকে চেনেন না। কঙ্গনা ঘুরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলেন। তোমার সমস্যা কী? কঙ্গনার টিম দয়া করে তাদের জবাব দিন। তাদের আপনার মনোযোগ প্রয়োজন। বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের একটি ভিডিও পোস্ট করে আরেক নেটিজেন লিখেছেনÑ এ বিষয়েও কিছু বলুন, ম্যাম (যেখানে জয়া বচ্চন ব্যক্তিটিকে ধাক্কা দিচ্ছেন)। অন্য আরেক নেটিজেন লিখেছেনÑ জয়া বচ্চনের কথা বলছেন না কেন? ভয় লাগছে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640