1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 2:37 pm

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ মালয়েশিয়ার শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

  • প্রকাশিত সময় Wednesday, August 13, 2025
  • 120 বার পড়া হয়েছে

এনএনবি : মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ী নেতা। বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যের আবাসন, বন্দর, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে বিনিয়োগের জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া সাক্ষাৎ করেন। সানওয়ে গ্রুপ আবাসন, হসপিটালিটি, রিটেইল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে বড় পরিসরে ব্যবসা পরিচালনা করছে।প্রধান উপদেষ্টা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যের আবাসন খাতে বিশেষ করে শিল্প পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি বসবাসরত ক্রমবর্ধমান সংখ্যক কারখানার শ্রমিকদের জন্য সানওয়ে গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফরি চিয়াহকে বিনিয়োগের আমন্ত্রণ জানান। আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের সংস্কারের কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়।’বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বাংলাদেশে দ্রুত নগরায়ন হচ্ছে। লাখ লাখ শ্রমিক ও নতুন নগরবাসীর জন্য ঘরবাড়ি ও সুযোগ-সুবিধা নির্মাণে আমাদের ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। তিনি বাংলাদেশে হাসপাতাল স্থাপনে মালয়েশিয়ার অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সানওয়ে গ্রুপকে উৎসাহিত করেন।জবাবে চিয়াহ বলেন, তার প্রতিষ্ঠান অবশ্যই ব্যবসার সুযোগ খুঁজে বের করবে। সানওয়ের কনস্ট্রাকশন ও হাউজিং ডিভিশনে বর্তমানে হাজার হাজার বাংলাদেশি কাজ করছেন উল্লেখ করে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে চিয়াহ বলেন, তিনি মালয়েশিয়ার কর্তৃপক্ষকে তাদের অনুমতিপ্রাপ্ত অবস্থানের মেয়াদ ছয় বছরের বেশি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।এছাড়া পৃথক এক বৈঠকে মালয়েশিয়ার ধনকুবের সৈয়দ মোখতার আল-বুখারি, যিনি জাতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন ও অবকাঠামো জায়ান্ট এমএমসি করপোরেশন বারহাদের মালিক, তিনি বাংলাদেশকে বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, এটা শুধু মুনাফা অর্জনের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্যই আমরা এটা করতে চাই। সৈয়দ মোখতার নদী উন্নয়ন ও জেলে সম্প্রদায়ের সঙ্গে জড়িত প্রকল্পগুলোতে দায়িত্বশীল স্থানান্তরের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছিলেন। এ সময় সৈয়দ মোখতার শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রফেসর ইউনূসকে অষ্টাদশ শতাব্দীর ভারতীয় উপনিবেশবিরোধী শাসক টিপু সুলতানের ওপর ২০ বছরের গবেষণার একটি বই উপহার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640