1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 3:04 pm

ভারতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান: রেহাই মিলছে না বৈধ কাগজেও

  • প্রকাশিত সময় Saturday, August 9, 2025
  • 30 বার পড়া হয়েছে

এনএনবি : গুরগাঁও, ভারতের রাজধানী দিল্লির পাশের এক আধুনিক শহর। শহরের একদিকে ঝকঝকে সুউচ্চ ভবন, দামি গাড়ি, সুসজ্জিত অ্যাপার্টমেন্টÑ অন্যদিকে মশার ঝাঁক, আবর্জনার স্তুপ আর ত্রিপলের নিচে ঠাঁই নেওয়া মানুষের জীবন। গেটেড কমপ্লেক্সের দেয়ালের ভেতরে বাস করে ভারতের ধনী শ্রেণি। আর দেয়ালের বাইরের বস্তিগুলোতে থাকে ঝাড়ুদার, আবর্জনা সংগ্রাহক, গৃহকর্মীর মতো অভিবাসী শ্রমজীবীরাÑ যারা এই বিলাসী জীবনযাত্রাকে সচল রাখে। বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে গুরগাঁওয়ের স্থানীয় প্রশাসন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে এক যাচাইকরণ অভিযানে (ভেরিফিকেশন ড্রাইভ) এমন শত শত শ্রমজীবী মানুষকে আটক করেছে। তাদের অধিকাংশই বলেছেন, তারা পশ্চিমবঙ্গের বাঙালি ভাষাভাষী মুসলিম। আটক এই শ্রমিকদেরকে নিয়ে যাওয়া হয় ‘হোল্ডিং সেন্টারে’। সেখানে কাগজপত্র দেখিয়ে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়। অনেকেই অভিযোগ করেছেন যে, আটককালে পুলিশ তাদের মারধর করেছে, দুর্ব্যবহার করেছে এবং আটকে রেখে হয়রানি করেছে। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।
দিন মজুরের কাজ করা আথের আলি শেখ, যিনি ১৫ বছর ধরে গুরগাঁওয়ে আছেন, তিনি বলেন, “আমার ভোটার কার্ড ও জাতীয় পরিচয়পত্র সব ছিল, তবু তারা বলল সেগুলো ভুয়া। ছয় দিন আটকে থেকে আমি জানতাম না কী হবে, তারপর ছেড়ে দিল।”
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু অভিবাসী রাতারাতি পালিয়েছে। ফেলে গেছে কাজ, ঘর, এমনকি পরিবারও। এর ফলে শহরের ধনী আবাসিক এলাকার অনেক বাসিন্দা এখন গৃহকর্মী ও গাড়ি চালকের সংকটে ভুগছেন। “আমাদের গৃহকর্মী আর তার স্বামী, যিনি গাড়ি চালাতেন, দুজনেই চলে গেছে। এখন আমরা পড়েছি বিপাকে,” বলেন তাবাস্সুম বানু, এক বিলাসবহুল কমপ্লেক্সের বাসিন্দা।
গুরগাঁও পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার জানান, অভিযানে ২৫০ জনকে ধরা হলেও মাত্র ১০ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে থাকার প্রমাণ মিলেছে, তাদেরকেই ফেরত পাঠানো হবে। বিশেষ কোনও সম্প্রদায়কে নিশানা করে এ অভিযান চালানো হয়নি বলেই ভাষ্য গুরুগাঁও পুলিশের। সন্দীপ কুমার বলেন, “ধর্ম বা শ্রেণির ভিত্তিতে কাউকে আটক করা হয়নি। কাউকে নির্যাতনও করা হয়নি। প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে।” পুলিশের হাতে আটক হওয়ার পর ছাড়া পাওয়া আথের আলি শেখ বলেন, “আমি এখনও বুঝতে পারছি না কেন তারা হঠাৎ আমার পেছনে লাগল” । পাশে তার স্ত্রী তখন চলে যাওয়ার প্রস্তুতিতে তড়িঘড়ি করে পুরনো কাপড়, হাঁড়িপাতিল আর বাচ্চাদের বই ব্যাগে ভরছেন। “এটা কি আমার ভাষার জন্য, ধর্মের জন্য, নাকি আমি গরিব বলে?” প্রশ্ন ছুড়েন শেখ। “ধনী বাঙালিদের ধরা হচ্ছে না কেন?” বলেন তিনি।
বাংলাদেশ থেকে ‘অবৈধ’ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ভারতে নতুন কিছু নয়। দুই দেশের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তে মানুষ চলাচল করছে বহু বছর ধরে। তবে মোদী সরকারের আমলে এমন অভিবাসী-বিরোধী অভিযান বেড়ে গেছে।
সাম্প্রতিক মাসগুলোতে শত শত মানুষ, এমনকি ভারতীয় সেনার প্রবীণ মুসলিম কর্মকর্তাও ‘অবৈধ’ সন্দেহে গ্রেপ্তার হয়েছেন। আসামেও বহু বাঙালি মুসলিমকে ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে ফিরে পাঠানো হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে শত শত মানুষÑ এমনকি ভারতীয় সেনাবাহিনীর এক প্রবীণ মুসলিম কর্মকর্তাকেওÑ ‘অবৈধ অভিবাসী’ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় আসামে, যেখানে অবৈধ অভিবাসনের বিষয়টি বহু দশক ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে, সেখানে কর্তৃপক্ষ শত শত বাঙালি মুসলিমকে অবৈধ বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে বিতাড়িত করছে।
দিল্লিতেও চলছে বিতাড়নের প্রক্রিয়া। সেখানে গত ছয় মাসে প্রায় ৭০০ জনকে আটক বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যে পাঠানো হয়েছে। “বছরের পর বছর আমরা তাদের বাড়ি পরিষ্কার করেছি, তাদের আবর্জনা তুলেছি। এখন আমাদের সঙ্গেই এমন আচরণ করা হচ্ছে যেন আমরা নিজেরাই আবর্জনা,” বললেন রওনা বিবি।
গৃহকর্মী রওনার স্বামী পশ্চিমবঙ্গ থেকে সেদিনই ফিরেছিলেন, যেদিন ধরপাকড় শুরু হয়। খবর পেয়ে আতঙ্কে তিনি আবার পালান স্ত্রীকে কিছু না জানিয়েই।
রওনা বিবি বলেন, “তিন দিন ধরে আমি ভেবেছিÑ তাকে (স্বামী) তুলে নিয়ে গেছে কিনা, বেঁচে আছে কিনা। যখন শেষ পর্যন্ত তার সঙ্গে কথা হল তখন বলল, “সে ফোন দেয়নি যাতে কোনও ঝামেলা না হয়।” কিন্তু স্বামীর আচরণে নয়Ñ রওনার কষ্ট অন্য জায়গায়। নিজের সম্মান আর নিজের অস্তিস্ত হারানোর বেদনা তাকে ভীষণ অসহায় করে তুলেছে। “দারিদ্র্যের সঙ্গে আমি লড়তে পারি। কিন্তু যদি তারা আমাদের তুলে নিয়ে যায়, বাঁচব কীভাবে জানি না। এই বস্তি, আমাদের কাজÑ এটাই তো আমাদের জীবন।”
গুরগাঁও পুলিশের মুখপাত্র সন্দীপ কুমারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ অভিযান মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার ভিত্তিতে হয়েছে। অবৈধ অভিবাসীদের বিতাড়নের নতুন নির্দেশাবলী দেওয়া হয়েছিল মন্ত্রণালয় থেকে।
নির্দেশনার আওতায় সব রাজ্যে বিশেষ টাস্কফোর্স ও ‘হোল্ডিং সেন্টার’ গড়ে তুলে বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা ‘অবৈধ অভিবাসী’ খুঁজে বের করা, শনাক্ত করা এবং ফেরত পাঠানোর কথা বলা হয়। প্রতিটি ব্যক্তিকে নাগরিকত্ব প্রমাণে ৩০ দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কাগজপত্র নিজ জেলার কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের জন্য পাঠাবে কর্তৃপক্ষ। প্রমাণ দিতে ব্যর্থ হলে, পুলিশ দলবদ্ধভাবে তাদেরকে বিতাড়নের জন্য সীমান্ত বাহিনীর কাছে পৌঁছে দেবে। কিন্তু শ্রমিক অধিকারকর্মীরা বলছেন, সন্দেহভাজন চিহ্নিত করার মানদ- অস্পষ্ট। “বাংলা বলা, মুসলিম নাম থাকা আর বস্তিতে থাকাÑ এই তিনটিই বিষয়ই কাউকে সন্দেহভাজন বানিয়ে দিচ্ছে,” মন্তব্য করেন ‘অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নস’ এর নেতা আকাশ ভট্টাচার্য।
তার মতে, আরও উদ্বেগের বিষয় হল, ধরপাকড় করে যাচাই হয়ে যাওয়ার পর কেউ বৈধ প্রমাণিত হলেও তার নাগরিকত্ব নিশ্চিত করে কোনও সরকারি সনদ দেওয়া হচ্ছে না। ফলে তারা ভবিষ্যতে আবার একই প্রক্রিয়ার শিকার হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
গুরগাঁও ও দিল্লির বিভিন্ন বস্তিতে এখন থমথমে পরিবেশ। অনেকেই গুরুত্বপূর্ণ কাগজপত্র বালিশের নিচে রেখে ঘুমাচ্ছেন। যাতে পুলিশের হঠাৎ অভিযানের সময় সেগুলো হাতের নাগালে থাকে। “আমরা দারিদ্র্যের সঙ্গে লড়ছিলাম, এখন এটা নিয়েও লড়তে হবে,” বলেন দিল্লির জয় হিন্দ ক্যাম্পের রাবিউল হাসান। ওই এলাকায় তিন সপ্তাহ আগে কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আদালতের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। শহরের পরিকল্পনা সংস্থার স্বীকৃতি থাকার পরও এলাকাটিকে ‘অবৈধ দখল’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ফলে বিদ্যুৎহীন অবস্থায় ৪০০ বাসিন্দা পড়েন চরম দুর্ভোগে।
তখন থেকেই সেখানকার বাসিন্দারা হতবিহ্বল, ক্ষুব্ধ, হতভম্ব ও ক্লান্ত। বাইজান বিবি নামের এক বাসিন্দা বলেন, “অসহনীয় গরম। খাবার পঁচছে। শিশুরা কাঁদছে। রাতে মশা ঘুমোতে দিচ্ছে না। এমন অবস্থায় মাঝে মাঝে মনে হয়, হোল্ডিং সেন্টারে থাকা ভাল, অন্তত একটা পাখা তো থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640