1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 2:58 pm

হামাস কঙ্কালসার ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করায় পরিবারের নিন্দা

  • প্রকাশিত সময় Monday, August 4, 2025
  • 64 বার পড়া হয়েছে

এনএনবি : ‘প্রচারণা অভিযানের’ অংশ হিসেবে হামাসের হাতে জিম্মি ইভায়াতার ডেভিডকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি ইচ্ছাকৃতভাবে না খাইয়ে রাখছে বলে অভিযোগ করেছে তার পরিবার। হামাস এক সরু কংক্রিটের টানেলের ভেতর কঙ্কালসার ডেভিডের ভিডিও প্রকাশ করার পরদিন শনিবার ওই জিম্মির পরিবার বিবৃতিতে এ অভিযোগ আনে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের এক সঙ্গীত উৎসব থেকে ডেভিডকে অপহরণ করা হয়, এর পর থেকে ২৪ বছর বয়সী এ যুবক জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছেন, জানিয়েছে বিবিসি। “আমাদের প্রিয় ছেলে ও ভাই ইভায়াতার ডেভিডকে গাজায় হামাসের সুড়ঙ্গে যে ইচ্ছাকৃতভাবে ও নির্মমভাবে অনাহারে রাখা হয়েছে, সে যে জীবিত অবস্থায় কবরে থাকা জীবন্ত কঙ্কাল, তা দেখতে বাধ্য হয়েছি আমরা,” বিবৃতিতে বলেছে তার পরিবার। এই জিম্মির পরিবার ‘ইভায়াতারকে বাঁচাতে’ সম্ভাব্য সব কিছু করতে ইসরায়েলি সরকার ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে।
হামাস যে ভিডিওটি প্রকাশ করেছে, তাতে ডেভিডকে ‘আমি কয়েকদিন ধরে খাইনি, মাঝে মাঝে সামান্য পানি পান করেছি’ বলতে শোনা গেছে এবং একটি কবরও খুঁড়তে দেখা গেছে, যেটা তারই হতে যাচ্ছে বলে জানিয়েছেন এ যুবক। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী শনিবার ডেভিড ও আরেক জিম্মি রম ব্রাস্লাভস্কির পরিবারের সঙ্গে কথা বলেছেন। একইদিন মার্কিন দূত স্টিভ উইটকফও বেশকিছু জিম্মির পরিবারের সঙ্গে দেখা করেছেন। শনিবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মি মুক্তি চেয়ে হওয়া এক কর্মসূচিতে কয়েক হাজার লোক দেখা গেছে।
প্রায় দুই বছর আগে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলার পর হামাস ২৫১ জনকে জিম্মি করেছিল। তাদের মধ্যে যে ৪৯ জন এখনও জীবিত আছে বলে ইসরায়েল মনে করে তার মধ্যে ডেভিডও একজন। জীবিতদের পাশাপাশি হামাসের কাছে ২৭ জিম্মির মৃতদেহও আছে বলে মনে করা হচ্ছে। এদিকে হামাসের বিরুদ্ধ যুদ্ধে তেল আবিব খাবারকে অস্ত্র বানিয়ে পুরো গাজা ভূখ-কে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে অনেক ত্রাণ সংস্থাই অভিযোগ এনেছে। ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে আসছে।
উল্টো তারা বলছে, গাজায় কোনো ‘অনাহার নেই’ এবং ভূখ-টিতে ত্রাণ সরবরাহে কোনো বিধিনিষেধও দেওয়া হয়নি। তাদের এ ভাষ্য প্রত্যাখ্যান করেছে গাজায় সক্রিয় ইসরায়েলেরই মিত্র ইউরোপের বিভিন্ন দেশ, জাতিসংঘ ও শতাধিক ত্রাণ সংস্থা।
শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা গাজা ভূখ-ে ত্রাণ কার্যক্রম উন্নত করার লক্ষ্যে সিরিজ পদক্ষেপ অব্যাহত রাখবে। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ফ্রান্স, মিশর ও জার্মানির মধ্যে সহযোগিতার অংশ হিসেবে শনিবার কয়েক ঘণ্টাতেই উত্তর ও দক্ষিণ গাজার বাসিন্দাদের জন্য ৯০টি ত্রাণ প্যাকেজ এয়ারড্রপ করা হয়েছে। এসব প্যাাকেজে খাবার আছে, জানিয়েছে আইডিএফ। এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ফিলিস্তিনি ভূখ-টিতে অপুষ্টিতে এক শিশুসহ ৭ জনের মৃত্যর খবর দিয়েছে। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত অনাহারে-অপুষ্টিতে মোট ১৬৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৩টিই শিশু। ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক অভিযানে আরও অন্তত ৮৩ জন নিহত ও এক হাজার ৭৯ আহত হয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা ও আড়াইশ জনকে জিম্মি করার পর তেল আবিব গাজায় সর্বাত্মক অভিযানে নামে। তখন থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক অভিযানে ৬০ হাজার ৪৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640