বিনোদন প্রতিবেদক ॥বাংলাদেশের প্রথম টেলিভিশন সাংবাদিক হিসেবে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে মনোনীত হলেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সনজয়। ৩১ জুলাই (বৃহস্পতিবার) গোল্ডেন গ্লোবের অফিসিয়াল সাইটে প্রকাশিত নতুন ভোটারের তালিকায় তার নাম ঠাঁই পায়।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখে ভোট দেবেন তিনিসহ অন্য ভোটাররা। তাদের ভোটেই চূড়ান্তভাবে মনোনয়ন ও বিজয়ী নির্বাচিত হবে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হবে ১১ জানুয়ারি।
পার্থ সনজয় ২০ বছর ধরে টেলিভিশন সাংবাদিকতা করছেন। দেশের হয়ে সর্বোচ্চ আটবার কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন। তিনি বুসান চলচ্চিত্র উৎসবও কাভার করেছেন সাংবাদিক হিসেবে। দেশ বিদেশে বিনোদন, সাহিত্য ও সংস্কৃতি সংবাদ সংগ্রহ করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য পেয়েছেন বজলুর রহমান স্মৃতি পুরস্কার। পার্থ সনজয় ছাড়াও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম নির্বাচিত হয়েছেন সাংবাদিক জনি হক, চলচ্চিত্র সমালোচক, চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, চরকির কনটেন্ট অফিসার আদর রহমান।
Leave a Reply