কাগজ প্রতিবেদক ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য দুইবারের সংসদ সদস্য, সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,সাবেক খাদ্য প্রতিমন্ত্রী ও দেশের প্রথম জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম কোরবান আলীর ৯ম মৃত্যু বার্ষিকী আজ। কোরবান আলী ২০১৬ সালে ২ আগষ্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুম কোরবান আলীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে পরিবার, জাতীয় পার্টি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন। মরহুম কোরবান আলীর রুহের আত্মার মাগফেরাত কামনায় কুষ্টিয়া তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জাতীয় পার্টি কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল। উল্লেখ্য, মোহাম্মদ কোরবান আলী ১৪ ফেব্রুয়ারি ১৯৪৪ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ কোরবান আলী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। তিনি ছিলেন সাবেক খাদ্য প্রতিমন্ত্রী। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ কোরবান আলী। তিনি ১৯৮৮ সালে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
Leave a Reply