এনএনবি : এই প্রথম ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি নিসার স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠে, সাগরে এমনি বরফের স্তরে সূক্ষ্ম পরিবর্তনটিও নজরে রাখার জন্য।বিবিসি জানায়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার বিকাল ৫টা ৪০ মিনিটে নিসার মাহাকাশে পাড়ি দেয়।২,৩৯৩ কেজি ওজনের এই স্যাটেলাইটের পুরো নাম ‘নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার’ (নিসার)। নামটি দেওয়া হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ নামের সংযোজনে।
প্রায় এক দশকের বেশি সময় ধরে ভারত-মার্কিন গবেষকদের দক্ষতা ও সফ্টওয়্যার-হার্ডওয়্যার বিনিময়ে এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছে।
নিসার-এর বৈশিষ্ট্য হল- এর দ্বৈত ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার রাডার; যা নাসার এল-ব্যান্ড ও ইসরোর এস-ব্যান্ড-এর সংমিশ্রণে তৈরি। নাসা বলছে, ‘সবেচেয়ে অত্যাধুনিক রাডার ব্যবস্থার এমন স্যাটেলাইট এর আগে কখনও তৈরি হয়নি’।
এই প্রযুক্তির মাধ্যমে নিসার মেঘ, কুয়াশা, বনাঞ্চল এমনকি অন্ধকার রাতেও ভূপৃষ্ঠের ক্ষুদ্রতম পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারবে। ভূমির সরে যাওয়া, পানির স্তরের পতন কিংবা হিমবাহের ক্ষয় এই স্যাটেলাইটে পর্যবেক্ষণ করা যাবে মিলিমিটারের মতো সূক্ষ্মতায়।ফলে বলা যায়, নিসার প্রকৃতই বিপর্যয়-প্রতিরোধী এক প্রযুক্তি। এর মাধ্যমে কেবল যুক্তরাষ্ট্র এবং ভারতই যে উপকৃত হবে তা নয়, বরং গোটা বিশ্বের জন্যই তা বিভিন্ন বিপর্যয় মোকাবেলা এবং প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
এই স্যাটেলাইট ভূমিকম্পের ফল্টলাইন নজরে রাখবে। ভূমিধস-পূর্ববর্তী ভূমির গঠনগত পরিবর্তন শনাক্ত করবে। মাটির নিচে পানির স্তর কমে যাওয়ার ফলে ভূমি ধসে পড়ার আশঙ্কা আগেভাগেই ধরতে পারবে।ফলে দুর্যোগপ্রবণ বিভিন্ন জায়গায় আগাম সতর্কবার্তা জারি করা সম্ভব হবে। প্রাকৃতিক বিপর্যয়ের পর উদ্ধারকাজেও নিসার এর ডেটা হয়ে উঠবে অমূল্য। অর্থাৎ, প্রতিদিনের নিরাপত্তাকে প্রযুক্তিগত স্তরে বহু গুণ বাড়িয়ে তুলবে এই স্যাটেলাইট। নিসার মহাকাশে প্রায় ৭৪৭ কিলোমিটার উচ্চতায় গোটা পৃথিবীকে এমনভাবে প্রদক্ষিণ করবে যাকে সান-সিনক্রোনাস কক্ষপথ বলে। অর্থাৎ, এর ঘূর্ণন প্রক্রিয়াটি হবে দুই মেরুর খুব কাছ থেকে প্রতি ১২ দিনে পৃথিবীর নির্দিষ্ট একটি এলাকার উপর দিয়ে পেরিয়ে যাওয়া। আর এই ১২ দিনেই পৃথিবীর প্রায় গোটা ভূমি ও বরফাচ্ছাদিত অঞ্চলের মানচিত্র তৈরি করে ফেলবে নিসার। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এই স্যাটেলাইট ৫ বছর কাজ করবে বলে আশা করা হচ্ছে। যে ডেটা স্যাটেলাইটটি পাঠাবে তার অবাধ প্রবাহ থাকবে গোটা বিশ্বজুড়েই।ফলে স্বচ্ছ্বতা বাড়বে, পরিবেশ নিয়ে গবেষণা করা সহজ হবে এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও তা কাজে আসবে। বিবিসি জানায়, স্যাটেলাইটটি পুরোপুরি কর্মক্ষম হতে ৯০ দিন সময় লাগবে। তারপর থেকে এটি সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ শুরু করবে।
Leave a Reply