পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুরে পদ্মা নদীর বালুমহাল ও নৌপথ নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর প্রভাব পড়ছে নদীতীরবর্তী এলাকার সাধারণ মানুষের জীবনে। আতঙ্কে দিন কাটছে মাঝি, জেলে ও নদী পাড়ের বাসিন্দাদের। কখনও কখনও নদীপথের আধিপত্য নিয়ে সংঘবদ্ধ চক্রের মধ্যে ঘটে যাচ্ছে ফিল্মি কায়দার গুলাগুলি। এই প্রেক্ষাপটে, হঠাৎই বৈধ বালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকনের বিরুদ্ধে ‘কাকন বাহিনী’ নামক একটি অপপ্রচার শুরু করেছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো হচ্ছে নানা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণা। তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার কাকন একজন শিক্ষিত ও পেশাদার ব্যক্তি। ১৯৯৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে তিনি ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরে তিনি দুবাইয়ে কর্মরত থাকার পর দেশে ফিরে জেলা প্রশাসনের মাধ্যমে বৈধভাবে বালুমহালের ইজারা গ্রহণ করেন। সর্বশেষ, ১৪৩২ বঙ্গাব্দে তিনি প্রায় ১০ কোটি টাকায় নাটোরের দিয়ার বাহাদুরপুর মৌজার বালুমহাল ইজারা নেন এবং নিয়মিতভাবে রাজস্ব পরিশোধ করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, নদীপথে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনে জড়িত কিছু প্রভাবশালী গোষ্ঠী ইঞ্জিনিয়ার কাকনের বৈধ কার্যক্রমে বাধা দিয়ে চলেছে। অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। ওই নেতা ও তাঁর ভাই এই দখলদার গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন। ইঞ্জিনিয়ার কাকনের ভাষ্য, “আমি বৈধভাবে ব্যবসা করছি, অথচ তারা মোটা অংকের চাঁদা দাবি করে। কখনও নদীতে চর পড়লে অবৈধভাবে বালু উত্তোলন করে। এসব অনিয়মের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে।”ইঞ্জিনিয়ার কাকন আরও বলেন,তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো ওই নেতার বাহিনীর বিরুদ্ধে রয়েছে একাধিক চাঁদাবাজি, অস্ত্র, হামলা ও দখলের মামলাগুলো দীর্ঘদিন ধরেই চলমান। তিনি আরও জানান, “আমার নামে ‘কাকন বাহিনী’ বলে প্রচারণা চালিয়ে মানহানি করা হচ্ছে। এমনকি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো সমাধান মেলেনি।” এ বিষয়ে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ, মাঝি ও জেলেরা বলছেন “ইঞ্জিনিয়ার কাকনের কারণে নদীতে এখন অনেকটা শান্তি ফিরে এসেছে। আগে অস্ত্রধারীরা এসে মাছ কেড়ে নিত, এখন অন্তত কেউ পাশে দাঁড়াচ্ছে।” নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, “এটি একটি পরিকল্পিত অপপ্রচার। বৈধ ব্যবসায়ীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এই কৌশল গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও গণমাধ্যম অপপ্রচারের পেছনের মূল হোতাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং পদ্মা নদীর বৈধ ব্যবস্থাপনা নিশ্চিত করবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply