এক্সপোর্টের মালামাল সহ মুর্হুতেই পুড়ে ছাই ১০ কোটি টাকার মেশিনারিজ
ওলি ইসলাম ॥ ভয়াবহ অগ্নিকান্ডে মুহুর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেলো এক্সপোর্টের জন্য প্রস্তুত থাকা ৩ কোটি টাকার পন্য, সুতা উৎপাদনের জন্য কাঁচামাল, মেশিনারিজ সহ প্রায় ১০ কোটি টাকার সম্পাদ। আগুনের ভয়াবহতা এতই তীব্র ছিল যে প্রতিষ্টানের ৪’শ শ্রমিক ছিলো নির্বাক দর্শক। প্রিয় প্রতিষ্টান পুড়ে যাচ্ছে এই আহাজারী করা ছাড়া কিছুই করার ছিল না কুষ্টিয়া অঞ্চলের একমাত্র শতভাগ এক্সপোটকারী প্রতিষ্ঠান ভেড়ামারার আল-আমীন জুট মিলসর শ্রমিকদের। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ১০ ঘন্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডের এই ঘটনাটিকে ভয়াবহ একটি বিপর্যয় বলে দাবী করেছেন আল-আমীন জুট মিলস এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। সূত্র জানায়, আল আমীন জুট মিলসের পূর্ব দিকের ইউনিটটি উৎপাদন শেষ করে রাত ১০টার দিকেই বন্ধ করে দেওয়া হয়। অনান্য ইউনিট গুলোর তখনো চলমান ছিল। রবিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ করেই দাউ দাউ করে জ¦লতে থাকা আগুন দেখতে পান শ্রমিকরা। প্রতিষ্ঠানে থাকা আগুন নির্বাপক যন্ত্র দিয়ে তারা আগুন নিয়ন্ত্রনের ব্যার্থ প্রচেষ্টা চালায়। সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যান ভেড়ামারা ফায়ার সাার্ভিস। এরপর একে একে যোগ দেয়, কুষ্টিয়া, মিরপুর, ইশ্বরদী, গ্রীনসিটি এবং কুমারখালী ফায়ার সার্ভিসের ইউনিট। আল আমীন জুট মিলস’র এ্যাসিসটেন্ট ডাইরেক্ট সাদেকুর রহমান সান্টু জানিয়েছেন, উৎপাদন ফ্লোর থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। পুড়ে ছাই করতে থাকে মেশিনারিজ, এক্সপোর্টের জন্য প্রস্তুত পন্য, গুদামে থাকা কাঁচামাল পাট সহ সব কিছু। আমাদের এতো শ্রমিক, এতো আগুন নির্বাপক ব্যবস্থা। সব কিছুই যেন অসহায়। আগুনের লেলিহান শিখার কাছে আমাদের যেন কিছুই করার ছিল না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পাট গুদামে এতো পরিমান পাট, এমন ভাবে সাজানো, আগুনের লেলিহান শিখা পাটের পরতে পরতে পৌছে গেছে। এক বান্ডিল উঠালে আরেক বান্ডিলের আগুন দেখা যায়। ইসলামী ব্যাংকের কাছে দায়বদ্ধ আল আমীন জুট মিলস’র ডাইরেক্টর আল আমীন জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৭০০ টন পাট, এক্সপোর্টের জন্য প্রস্তুতকৃত প্রায় ২০০ টন সুতা, উন্নতমানের ১০ টা মেশিন, উন্নতমানের ২০ টা মেশিন (আংশিক) পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যায়।
অগ্নিকান্ডের ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, ওসি আব্দুর রব তালুকদার, ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুস সাত্তার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, ব্যাংকটি ইসলামী ব্যাংকের কাছে দায়বদ্ধ। ব্যাংকের সার্বিক তদারকিতে আল আমীন জুট মিলস এখন শতভাগ এক্সর্পোটকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটি সুতাও টাকায় বিক্রি হয় না, ডলারে বিক্রি হয়। ভয়াবহ এই অগ্নিকান্ডে প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়েছে, যা সহজে পূরনীয় নয়।
Leave a Reply