এনএনবি : যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাপ্তবয়স্ক অভিভাবক ছাড়া আসা ১৩ হাজারেরও বেশি অভিবাসী শিশুকে শনাক্ত করা হয়েছে। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস (এইচএইচএস) বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনের আগে ও পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বাইডেন প্রশাসনের সময় যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করেছে, সেই কয়েক লাখ শিশুকে খুঁজে বের করা হবে।ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ইন্সপেক্টর জেনারেলের তথ্যানুযায়ী, বাইডেন প্রশাসনের আমলে প্রায় ৩ লাখ ২ হাজার অনাথ শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।এক প্রতিবেদনে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এখনো বাইডেনের সময় প্রাপ্তবয়স্ক অভিভাবক ছাড়া আসা কিছু শিশুদের দ্রুত দেশ থেকে বাহির করতে উদ্যোগ নিচ্ছে। ডিএইচএস কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শনাক্তকৃত শিশুদের জিজ্ঞাসা করা হচ্ছে তারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে চায় কি না।প্রথাগতভাবে শিশুদের এমনভাবে জিজ্ঞাসা করা হতো না; বরং তাদের সরাসরি এইচএইচএসের আওতায় নিয়ে যাওয়া হতো। এবার ট্রাম্প প্রশাসন সেই নিয়মে পরিবর্তন আনছে।হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন সিএনএনকে বলেন, শিশুদের নিরাপত্তা ও তাদের বাবা-মা বা নিরাপদ অভিভাবকের সঙ্গে পুনর্মিলন করানো ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এটি বাইডেন প্রশাসনের অধীনে হারিয়ে যাওয়া প্রায় তিন লাখ শিশুর বিপরীতে একটি স্পষ্ট অবস্থান।এইচএইচএস সূত্র জানিয়েছে, ১৩ হাজার ৬১ জন অভিবাসী শিশুকে শনাক্ত করার পাশাপাশি অভিভাবক হিসেবে থাকা ৪২২ জন স্পনসরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এসব স্পন্সররা শিশুদের নির্যাতন বা অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।
সিএনএন জানিয়েছে, যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে রাজি হয়েছে তাদেরকে আইসিইতে হস্তান্তর করা হচ্ছে। তবে ৭২ ঘণ্টার মধ্যে যদি আইসিই হেফাজতে না নেয়, তাহলে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) তাদেরকে এইচএইচএসের হাতে তুলে দেবে।
ডিএইচএসের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় এর আগেই উল্লেখ করেছে, ২০১৯ সাল থেকে যেসব অনাথ শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তাদের কার্যকরভাবে শনাক্ত করতে অক্ষম আইসিই।গত অক্টোবরের তথ্য অনুযায়ী, আদালতের হাজিরার নির্দেশপ্রাপ্ত ৪৩ হাজার শিশু নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়নি। এছাড়াও, যেসব শিশুকে স্পনসরের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের ৩১ হাজারের মুক্তির নথিতে সঠিক ঠিকানা নেই, অ্যাপার্টমেন্ট নম্বর বাদ পড়েছে, বা ঠিকানা অপ্রাপ্য ছিল।
Leave a Reply