কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে রক্তাক্ত জখম হয়েছেন ইসরাফিল হোসেন নামে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত আসামি হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তাকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার আসামি হারুনুর রশিদের শহরে থানাপাড়া এলাকার বাড়িতে অভিযানে যায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এস আই ইসরাফিলসহ একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হারুন ও তার ছেলে এসআই ইগ্রাফিলের উপর ধারালো বটি দিয়ে আক্রমণ করে। এতে এসআই ইসরাফিল রক্তাক্ত জখম হন। এ সময় হামলাকারী হারুন ও তার ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন বলেন, ডিবি পুলিশের এসআই ইসরাফিলকে কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।
Leave a Reply