এনএনবি : ভারতের রাজস্থানে একটি স্কুল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় অন্তত ৪ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোডি সরকারি স্কুলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি, আনন্দবাজার।ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কিছু শিশু আটকা পড়ে আছে বলে জানা গেছে।কর্মকর্তারা বলছেন, একতলা স্কুল ভবনের ছাদ ধসে পড়ার সময় সেখানে তখন শিক্ষক ও কর্মীরা ছাড়াও ৪০ জনের মতো শিক্ষার্থী ছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হত।স্কুল ভবনটি আগে থেকেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগও জানানো হয়েছে বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।“৪ শিশু মারা গেছে, আরও ১৭ জন আহত হয়েছে। এর মধ্যে ১০টি শিশুকে ঝালোয়ারে পাঠানো হয়েছে, তাদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক,” বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন ঝালাওয়ারের পুলিশ সুপারিনটেন্ডেন্ট অমিত কুমার।
ঘটনাস্থলের এক ভিডিওতে স্থানীয়দেরকে ধ্বংসস্তূপে আটকা পড়া শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের কর্মীদের উদ্ধারে ছুটে যেতে দেখা গেছে।
ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে অন্তত চারটি জেসিবি মেশিন আনা হয়েছে। কালেক্টরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং উদ্ধার কাজে অংশ নিতে দুর্যোগ সহায়তা দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে, জানিয়েছে সূত্রগুলো।
ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীদের বাবা-মা ও আত্মীয়স্বজনও স্কুল প্রাঙ্গণে ছুটে যায়।
“আমি জেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। আহত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে এবং যাতে তারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়, সে বিষয়টিও দেখতে বলা হয়েছে। ভবন ধসের কারণ জানতে তদন্ত হবে,” বলেছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার।
উদ্ধার ও আহত শিশুদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের পাঠানো হচ্ছে ঝালাওয়ারের একটি বড় হাসপাতালে।
Leave a Reply