গতকাল শুক্রবার কুষ্টিয়া কোর্টপাড়া জাতীয় পার্টির মহাসচিব জাফর উল্লাহ খান চৌধুরী লাহরীর নিজ বাস ভবনে জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দেখতে আসেন। অসুস্থ্য জাফর উল্লাহ খান চৌধুরী লাহরীর খোজ খবর নেন। সেসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম মহাসচিব কাজী মোঃ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম প্রচার সম্পাদক লোকমান পাটয়ারী, জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক আকবর মজুমদার, সদস্য সচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় নেতা এ কে এম মঈনুল হক, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কাজী ফয়েজ আহমেদ। জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব প্রবীণ রাজনীতিবীদ জাফরুল্লাহ খান চৌধুরী লাহরীর অসুস্থ্যতায় খোজ খবর নেওয়ার জন্য উল্লেখিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুষ্টিয়ার বাসভবনে আসেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হাফিজ, আজমত আলী খান মনি, আরিফ খান চৌধুরী প্রমুখ।
Leave a Reply