এনএনবি : প্রায় পাঁচ বছর পর চীনা নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা দেওয়া শুরু করছে ভারত। ২৪ জুলাই বৃহস্পতিবার থেকে এই ভিসা দেওয়া শুরু হবে বলে বুধবার এক ঘোষণায় জানিয়েছে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস।
চীন চলতি বছরেই ভারতীয়দের নতুন করে পর্যটক ভিসা দেওয়া শুরু করে। এ বার ভারতের পক্ষ থেকেও একই উদ্যোগ দেখা গেল। দু’দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে এ পদক্ষেপকে। ২০২০ সালে হিমালয়ের বিতর্কিত সীমান্তের গলওয়ানে ভারত ও চীনের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দুপক্ষের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন তৈরি হয়। এরপর ভারত চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ করে, শত শত জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং যাত্রীবাহী বিমান চলাচলেও অনেক বিধিনিষেধ আরোপ করে। অন্যদিকে, চীনও কোভিড-১৯ মহামারীর সময় ভারতসহ অনেক দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়। তবে ২০২২ সালে চীন শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ফের ভিসা দেওয়া শুরু করে। চলতি বছরের মে মাসে দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল আবার চালু হওয়ার পর চীন ভারতীয়দেরকে পর্যটক ভিসা দেওয়াও শুরু করে। এরপর ভারতও এবার চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালুর ঘোষণা দিল। সম্প্রতি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। গত অক্টোবরে রাশিয়ায় এক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, “আমরা ভারতের এই ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করেছি। ব্যক্তিগত বিনিময়ের মাত্রা ক্রমাগত উন্নয়নে ভারতকে সঙ্গে নিয়ে যোগাযোগ ও পরামর্শ বজায় রাখতে চায় চীন।” ভারত ও চীনের মধ্যে ৩,৮০০ কিলোমিটার (প্রায় ২,৪০০ মাইল) সীমান্ত রয়েছে, যা ১৯৫০-এর দশক থেকেই বিতর্কিত। ১৯৬২ সালে এই সীমান্ত ঘিরে উভয় দেশের মধ্যে এক সংক্ষিপ্ত কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও সীমান্ত বিরোধের নিষ্পত্তি এখনও হয়নি। চলতি জুলাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে হলে সীমান্তে উত্তেজনা কমাতে হবে, সেনা প্রত্যাহার করতে হবে এবং ‘বাণিজ্যে বাধাসৃষ্টিকারী ব্যবস্থা’ এড়িয়ে চলতে হবে।
Leave a Reply