নাশকতাসহ সরকারবিরোধী ষড়যন্ত্রের জন্য জড়ো হওয়া জামায়াতের ১০ নারী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
এ সময় তাদের কাছে পাওয়া গেছে ৩৩টি জিহাদি বই। তারা সবাই জামায়াত ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হুসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার শফির বাঁশতলা এলাকার আব্দুল জলিলের বাড়িতে নাশকতার উদ্দেশে জামায়াতের কিছু নেতাকর্মী বৈঠক করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তারে নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে এই ১০ নারীকে হাতেনাতে আটক করে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন (৪৫), ফিরোজা বেগম (৫৫), মর্জিনা খাতুন (৫০), ফরিদা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩৫), রাফিজা খাতুন (৪৫), বিউটি খাতুন (৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন (৪০), সুলতানপুরের চায়না পারভিন (৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম (৫৮)। তারা নাশকতার জন্য গোপনে পরামর্শ করেছিলেন।
Leave a Reply