শহর প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের থানাপাড়া সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার আহবায়ক দেবেশ চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব ডা: পি.কে. সাহা। ভার্চুয়ালী অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু। ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ সাহা এবং জেলা কমিটির প্রধান উপদেষ্টা রতন লাল মৈত্র। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা কমিটির সিনিয়র সদস্য সঞ্জীব জোয়ার্দ্দার। অনুষ্ঠানের শুর“তে পবিত্র গীতা থেকে পাঠ করেন গীতা স্কুলের শিক্ষার্থী অরিত্র বিশ্বাস অš‘। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং প্রয়াত সকলের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় জেলা ও উপজেলার অন্যান্য বিভিন্ন নেতা-কর্মী বক্তব্য রাখেন। বক্তারা, অশুভ শক্তির বির“দ্ধে সকল সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Leave a Reply