শহর প্রতিনিধি ॥ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড?ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল। এছাড়াও বক্তব্য রাখেন জেলা, শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply