কাগজ প্রতিবেদক \ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি ১১ সদস্যের অ্যাডহক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়, যার স্মারক নম্বর হলো এসজি (ইউ.এ)-১৮৭৩/০০১। এই নতুন অ্যাডহক কমিটিতে জনাব আক্তারুজ্জামান কাজলকে ভাইস-চেয়ারম্যান এবং জনাব গোলাম মোহাম্মদকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আব্দুর রাজ্জাক বাচ্চু, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, মোঃ মাহবুব আলম বিশু, মোঃ আলিমুল ইসলাম, মোঃ আবেদীন ইসলাম, মোঃ বায়জিদ হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান। এই অ্যাডহক কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমকে নিরবচ্ছিন্নভাবে সচল ও গতিশীল রাখা। পত্রে উলেখ করা হয়েছে যে, এই কমিটি তিন মাসের জন্য গঠিত হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটির প্রধান কাজ হবে একটি নির্বাচন কমিশন গঠন করা এবং একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। এই উদ্যোগ কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন গতি আনবে এবং স্থানীয় পর্যায়ে মানবিক সেবা প্রদানে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply