1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 5:36 pm

নেতাকর্মীদের শৃঙ্খলায় জোর বিএনপির, নজরে আছে ‘ষড়যন্ত্র’ও

  • প্রকাশিত সময় Monday, July 14, 2025
  • 139 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, খুন-ধর্ষণসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ দিন দিন বাড়ছে। এসব ঘটনায় দল হিসেবে বিব্রত বিএনপি। দলের কোনো কোনো নেতা মনে করছেন, এখনই নেতাকর্মীদের থামানো না গেলে এর প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও বিএনপি নেতারা বলছেন, দলের পক্ষ থেকে কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। যখন যার বিরুদ্ধে অভিযোগ আসছে, সঙ্গে-সঙ্গে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না আসায় ঠিকই দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। বারবার বিব্রত হতে হচ্ছে দলকে।
দলের সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানো, বহিষ্কার, সতর্ক করা, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে বিএনপির ৭ হাজারের বেশি নেতাকর্মীকে। শুধু তাই নয়, অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিভিন্ন মহল এটা নিয়ে হীন রাজনীতির চেষ্টা করছে। তা না হলে ‘তারেক রহমান জবাব দাও’, এই মিছিল কেন?
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ খুন, রক্তপাত বা সহিংসতায় জড়ালে বিএনপিতে তার কোনো স্থান নেই। হয়তো অনেক অপরাধী ও সন্ত্রাসী নানা ছিদ্রপথে সংগঠনে ঢুকে যেতে পারে। কিন্তু তাদের দুষ্কর্মের দায় বিএনপি নেবে না। বরং এ ব্যাপারে দল খড়্গহস্ত। গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িতরা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। দিনের আলোয় সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ভাবমূর্তি সংকটে বিএনপি? দলীয় অপরাধমূলক কর্মকাণ্ড আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে এ ছাড়া, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে বিএনপির কঠোর সমালোচনা করে। এ ঘটনার পর বিএনপি তাদের তিন অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে পাঁচজনকে বহিষ্কার করলেও দলটির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চলছেই। এ ধরনের প্রচারণাকে পরিকল্পিত ও নোংরা রাজনীতির চর্চা বলে মনে করছেন বিএনপি নেতারা।
‘একা’ হয়ে যাচ্ছেন জিএম কাদের, রওশনসহ বাকিদের নেতৃত্বে আসছে নতুন জাপা
মিটফোর্ডের ঘটনার পর প্রকৃত অর্থেই ব্যাপক চাপের মুখে পড়ে বিএনপি। এ কারণে রাখঢাক না করে তারা একাধিকবার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। গত ৭ জুলাই প্রকাশিত হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে অন্তত ৫২৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৭৯ জন নিহত এবং ৪ হাজার ১২৪ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩০২টি ঘটনায় ২ হাজার ৮৩৪ জনের বেশি আহত এবং ৫৪ জন নিহত হয়েছেন। বাকি ১৪০টির বেশি ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে অন্যান্য দলের সদস্যদের সংঘর্ষ হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুনের মধ্যে বিএনপির অভ্যন্তরীণ অন্তত ৪০৯টি সংঘর্ষের ঘটনায় ৩৫ জন নিহত এবং এক হাজার ১০৫ জন আহত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব ঘটনা বিএনপির ভাবমূর্তিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। যার প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে। তবে, বিএনপির শীর্ষ নেতারা এই ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপিকে বেকায়দায় ফেলার ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মনে করছেন ।
গত শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি, যে হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি? আমরা কি তবে ধরে নেব, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? প্রশাসনের কোনো প্রশ্রয় আছে?’ তারেক রহমান আরও বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমি ৮-৯ মাস আগেই বলেছি, অদৃশ্য শত্রু আছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু। ষড়যন্ত্র আরও জোরেশোরে শুরু হচ্ছে।’ সত্যের সৌন্দর্য হলো এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয় : তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা। বিএনপি কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনোদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি আরও বলেন, ‘বিভিন্ন মহল এটা নিয়ে হীন রাজনীতির চেষ্টা করছে। তা না হলে তারেক রহমান জবাব দাও, এই মিছিল কেন। তারেক রহমান কি রাষ্ট্রক্ষমতায় আছেন? বিএনপি যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করত, সাংগঠনিক ব্যবস্থা না নিত, তাহলে দোষ দিতে পারত।’ নিষ্ক্রিয় গণতন্ত্র মঞ্চ, দলীয় কার্যক্রম ও নির্বাচনমুখী নেতারা
ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি অপরাধকে অপরাধ হিসেবে দেখে, সেখানে দলের বা নিজের এভাবে কিছু বিবেচনায় নেওয়া হয়নি এবং নেওয়া হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনা নিয়ে সরকার উচ্চপর্যায়ে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। দেশবাসী বিশ্বাস করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি চিহ্নিত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, গত বছরের ৫ আগস্টের পর বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। দলের দুইজন স্থায়ী কমিটির সদস্যের বিরুদ্ধেও আওয়ামীপন্থি ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আসে। এসব ঘটনায় তখন দল হিসেবে বিএনপিকে বিব্রত হতে হয়েছে। যা পরবর্তীতে কিছুটা কাটিয়ে ওঠা গেছে। এখন আবার সারা দেশে নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা প্রকাশ পেতে শুরু করেছে। এসব ঘটনায় দল হিসেবে বিএনপি এবং শীর্ষ নেতৃত্ব বিব্রত। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বলেন, নেতাকর্মীদের এই অপরাধমূলক কর্মকাণ্ড বিএনপির ওপর আগামী সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড দলের প্রতি সাধারণ ভোটারদের আস্থা নষ্ট করছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মাঝে নেতিবাচক বার্তা যাচ্ছে। এতে করে রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়বে বিএনপি। এই নেতা আরও বলেন, তবে দলের ভাবমূর্তি রক্ষা এবং জনআস্থা ফেরানোর লক্ষ্যে ইতোমধ্যে অভ্যন্তরে ‘শুদ্ধি অভিযান’ চালানোর সিদ্ধান্ত হয়েছে। যাদের বিরুদ্ধে অপরাধ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640