এনএনবি : বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তারা শুধু ক্ষমতার ভাগ-বাটোয়ারা নিয়েই ব্যস্ত।
শনিবার দুপুর ২টায় সাতক্ষীরার খুলনা রোড মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার সরকারের পতনের পরবর্তী পরিস্থিতির কথা তুলে ধরে এনসিপি নেতা বলেন, “৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম, আসুন জাতীয় সরকার গঠন করি, দেশকে পুনর্গঠন করি। সকল বিভাজন সবকিছুর উর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল, তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বলেছে, ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ-বাটোয়ায় ছাড়া দেশ সংস্কারে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। তারা ভেবেছিল দুই-তিনটা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ-বাটোয়ারার লোভ দেখিয়ে, তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই।”
নাহিদ বলেন, “আমরা এখনো বলছি, নির্বাচনি ভাগ-বাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয়, তাহলে জনগণ আর আপনাদের ক্ষমা করবে না।”
চাঁদাবাজদের রুখতে প্রয়োজনে আবার আন্দোলন হবে- এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে একটি দল এখনও নিজেদের বদলায়নি। তাদের চাঁদাবাজিতে সাধারণ মানুষ প্রচন্ড অতিষ্ঠ।”
এনসিপি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করে যাবে বলেও মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, “আমরা নতুন সংবিধান চেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধান চেয়েছি। একটি দল পুরাতন সংবিধান, পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি এতো সহজ হবে না।”
এনসিপি সাতক্ষীরা জেলার সমম্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
পথসভার আগে এনসিপি নেতারা শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
Leave a Reply