এনএনবি : স্টার্ট-আপ কোম্পানিগুলো এখন থেকে সর্বনিম্ম দুই থেকে সর্বোচ্চ আট কোটি ঋণ নিতে পারবে। এর আগে সর্বোচ্চ ১ কোটি টাকা নেওয়ার সুযোগ ছিল।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
সেখানে বলা হয়েছে, তিন ক্যাটাগরিতে কোম্পানিগুলো ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। পরিশোধ করতে হবে আট বছরের মধ্যে। ঋণ নেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তার বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।
প্রাথমিক পর্যায়ে কোম্পানির নিবন্ধনের তারিখ থেকে দুই বছরের কম সময়ের মধ্যে কোম্পানি দুই কোটি টাকা পাবে। মধ্যম পর্যায় দুই থেকে ছয় বছরের মধ্যে পাঁচ কোটি টাকা, আর বৃহৎ পর্যায় ছয় থেকে ১২ বছরের মধ্যে আট কোটি টাকার ঋণ পাবে। এ সুবিধা পেতে কোম্পানির নিবন্ধনের ১২ বছরের মধ্যে ঋণ সুবিধা নিতে হবে।
ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো স্টার্ট-আপ উদ্যোক্তাদের অনুকূলে বিতরণকৃত ঋণ বা বিনিয়োগের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল হতে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির নিজস্ব সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং মনিটরিং পদ্ধতি থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক সময় সময়ে সরেজমিনে পরিদর্শন এবং তথ্যাদি যাচাইয়ের মাধ্যমে ঋণের সদ্ব্যবহার মূল্যায়ন করবে।
তাছাড়া বাংলাদেশ ব্যাংকের চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংক কিংবা ফাইন্যান্স কোম্পানি প্রয়োজনীয় তথ্য, নথিপত্র এবং দলিলাদির কপি বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করতে বাধ্য থাকবে।
Leave a Reply