এনএনবি : জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন, বাকি দুজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার হাসিনা ও কামালের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়।
সেই সঙ্গে প্রসিকিউশনের প্রারম্ভিক বিবৃতির (ওপেনিং স্টেটমেন্ট) ৩ আগস্ট এবং মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৪ অগাস্ট দিন রেখেছে আদালত।
আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট ৫ অভিযোগ আনা হয়েছে তিন আসামির বিরুদ্ধে।
এর পক্ষে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ এবং সাক্ষ্যপ্রমাণ দাখিল করেছে প্রসিকিউশন।
এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হল। আর তা শুরু হল সেই আদালতে, যে আদালত তার সরকার গঠন করেছিল একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে অভিযোগ গঠনের শুনানিতে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। দুই আসামির পক্ষে তিনি অব্যাহতির আবেদন করেছিলেন।
অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলা থেকে অব্যহতি চেয়ে কোনো আবেদন করেননি। তার বদলে তিনি দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।
মামুন যেহেতু দোষ স্বীকার করে নিয়েছেন, সেজন্য নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রাখার আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ। আদালত সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনএই মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চেয়েছেন। আইনি ভাষায় একে বলা হয় ‘অ্যাপ্রুভার’।
৫ অভিযোগ
ট্রাইব্যুনালে এ মামলা উপস্থাপন করা হয়েছে ‘চিফ প্রসিকিউটর বনাম আসামি শেখ হাসিনা গং’ মামলা হিসেবে। গত ১ জুন প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে গত ১২ মে এ মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনাকে জুলাই–অগাস্টের নৃশংসতার ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে বর্ণনা করা হয়।
অপরাধ-১: গণভবনে ২০২৪ সালের ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্য প্রদান এবং এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায়’ তাদের অধীনস্ত ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও সশস্ত্র ‘আওয়ামী সন্ত্রাসী’ কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যা (সঁৎফবৎ), হত্যার চেষ্টা (ধঃঃবসঢ়ঃ ঃড় সঁৎফবৎ), নির্যাতন (ঃড়ৎঃঁৎব) এবং অন্যান্য অমানবিক আচরণ (রহযঁসধহব ধপঃং) করার অপরাধ সংঘটনের প্ররোচনা (ধনবঃসবহঃ), উসকানি (রহপরঃবসবহঃ), সহায়তা (ভধপরষরঃধঃব), সম্পৃক্ততা (পড়সঢ়ষরপরঃু), অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা (ভধরষঁৎব ঃড় ঢ়ৎবাবহঃ), অপরাধ সংঘটনের জন্য দায়ী ব্যক্তিদের শান্তি প্রদান না করা (ভধরষঁৎব ঃড় ঢ়ঁহরংয) এবং ষড়যন্ত্র (পড়হংঢ়রৎধপু) করার অপরাধ; যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত।
অপরাধ-২: আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র (ষবঃযধষ বিধঢ়ড়হ) ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ‘হত্যা করে নির্মূলের নির্দেশ’ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংঘটনের নির্দেশ প্রদান (ড়ৎফবৎ), সহায়তা (ভধপরষরঃধঃব), সম্পৃক্ততা (পড়সঢ়ষরপরঃু), এবং ষড়যন্ত্রের (পড়হংঢ়রৎধপু) মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে।
অপরাধ-৩: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ২০২৪ সালের ১৬ জুলাই আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের ‘বুক লক্ষ্য করে বিনা উসকানিতে একাধিক গুলি চালিয়ে’ তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লিখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংঘটনের নির্দেশ (ড়ৎফবৎ), প্ররোচণা (ধনবঃসবহঃ), উসকানি (রহপরঃবসবহঃ), সহায়তা (ভধপরষরঃধঃব), সম্পৃক্ততা (পড়সঢ়ষরপরঃু), এবং ষড়যন্ত্র (পড়হংঢ়রৎধপু) অন্যান্য অমানবিক আচরণ (ড়ঃযবৎ রহযঁসধহব ধপঃ) করার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন।
অপরাধ-৪: ঢাকা মহানগরীর চাঁনখারপুল এলাকায় ২০২৪ সালের ৫ অগাস্ট আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র ৬ জন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লিখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ (ড়ৎফবৎ), প্ররোচনা (ধনবঃসবহঃ), উসকানি (রহপরঃবসবহঃ), সহায়তা (ভধপরষরঃধঃব), সম্পৃক্ততা (পড়সঢ়ষরপরঃু), এবং ষড়যন্ত্র (পড়হংঢ়রৎধপু) করার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন।
অপরাধ-৫: ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকায় ২০২৪ সালের ৫ অগাস্ট আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র ৬ ছাত্র-জনতাকে গুলি করে তাদের মধ্যে ৫ জনের মৃতদেহ এবং ১ জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। ওই ঘটনায় হত্যা (সঁৎফবৎ), নির্যাতন (ঃড়ৎঃঁৎব), মৃত ও জীবিত অবস্থায় আগুন লাগিয়ে পুড়িয়ে আমানবিক আচরণ (ড়ঃযবৎ রহযঁসধহব ধপঃং) করার অপরাধ সমূহ সংঘটনের নির্দেশ (ড়ৎফবৎ), প্ররোচণা (ধনবঃসবহঃ), উসকানি (রহপরঃবসবহঃ), সহায়তা (ভধপরষরঃধঃব), সম্পৃক্ততা (পড়সঢ়ষরপরঃু), এবং ষড়যন্ত্রের (পড়হংঢ়রৎধপু) অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
Leave a Reply