1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 2:54 pm

বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাটু জল, পৌর এলাকায় নির্মাণাধীন রাস্তায় মানুষের দুর্ভোগের শেষ নেই

  • প্রকাশিত সময় Wednesday, July 9, 2025
  • 81 বার পড়া হয়েছে

২৪ ঘন্টায় ১৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড,

কাগজ প্রতিবেদক ॥ দিনভর থেমে থেমে ভারী, হাল্কা বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া যায় না। রাস্তায় পানি, অফিস চত্বরে পানি গত তিনদিনের বৃষ্টিতে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া, থানা পাড়া, কালিশংকরপুর উচু-নিচু এলাকায় রাস্তায় হাটু পানি জমেছে। কোথাও কোথাও স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জানা যায়, কুষ্টিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা মামুন উর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ১৭ দশমিক ৫ কিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান আগামী ৭২ ঘন্টা এ অবস্থা থাকবে। দিনে-রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কয়দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে দিনের বেলায় সুর্য্যরে দেখা পাওয়ার সম্ভাবনা কম। গতকাল সরজমিনে দুপুর বেলায় বৃষ্টির পর শহরের কয়েকটি স্পট ঘুরে দেখা গেল, থানা ট্রাফিক মোড় থেকে বারো শরিফ দরবার থেকে কলেজ মোড় পর্যন্ত একদম পুকুর। দেখে মনেই হচ্ছে না এটা শহরের গুরুত্বপুর্ণ চলাচলের রাস্তা। তার মধ্যে রাস্তাটি দীর্ঘ কয়েকমাস যাবত নির্মাণ কাজ চলছে পানিতে পরিপুর্ণ হওয়ায় কোথায় গর্ত, কোথায় সমান কিছুই বোঝা যাচ্ছে না। হাতের আন্দাজে ইজিবাইক, রিক্সা, প্রাইভেট কার পানিতে পরিপুর্ণ গর্তে পড়ে হুমড়ি খেয়ে পড়ছে। অনেক সময় চলন্ত রিক্সা থেকে যাত্রীকে পড়ে যেতে দেখা গেল। কলেজ মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত একটি মেডিকেল জোন। চিকিৎসক চেম্বার, আর ডায়াগণষ্টিক সেন্টার গুলো এ এলাকায় হওয়ায় সাধারণত সকাল এবং দুপুর ২টার পর ডক্টরস্ চেম্বারে রোগীদের আনাগোনা পড়ে যায়। গতকাল বৃষ্টির মধ্যে কলেজ মোড় এলাকায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। একেতো সরু রাস্তায় দিনভর এখানে যানজট লেগেই থাকে তার পর আবার বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে। কিছুই বোঝা যাচ্ছে না কোথায় কি আছে। মেরিট একাডেমী স্কুলের সামনে থেকে কলেজ মোড় ও র‌্যাব গলি ত্রীমুখি রাস্তায় বৃষ্টির পানি আর যানজটে আটকে আছে। কোন ভাবেই এ সব সড়ক দিয়ে যাওয়ার উপায় নেই। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কোন ভাবে চিপা-চাপা দিয়ে কলেজ মোড় অতিক্রম করে হাসপাতাল মোড় হয়ে প্রধান ডাক ঘর সড়কে আসতেই ভিন্ন চিত্র চোখে পড়লো। পুরো ডাক বিভাগের ভেতরে পানি থৈ থৈ করছে। পাশে বীজ প্রত্যায়ন এজেন্সি, খাদ্য অধিদপ্তর, পৌর পার্ক সব জায়গায় পানি আর পানি। এ সড়কে পৌর ড্রেন রয়েছে কিন্তু জমাটকৃত পানি ডেন পর্যন্ত যাওয়ার রাস্তা নেই। তাই যেখানকার পানি সেখানেই জমে আছে। এখানে কয়েকজন পথচারী জানালো, গত ১৭ বছরে কুষ্টিয়া পৌরসভা শত শত কোটি টাকার রাস্তার, ড্রেনের কাজ করেছে। কিন্তু কোর্টপাড়াসহ আশপাশ এলাকায় তার ছিটে-ফোটা পড়েনি। ফলে বৃষ্টি হলে আগে কোর্টপাড়া, কলেজ মোড় ডুবে যায়। কয়েকজন এলাকাবাসী জানালো, আমরা কোনদিন ড্রেন চোখে দেখেনি। সেই আমলের চিকন ড্রেন তাও আবর্জনা,ময়লায় বন্ধ হয়ে গেছে। ফলে পানি যাওয়ার কোন রাস্তা নেই। এ ব্যাপারে তারা পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640