ঝিনাইদহ প্রতিনিধি ॥ আর ক’দিন বাদেই মর্ত্যে আসছেন দেবী দুর্গা। তাইতো প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের প্রতিমা শিল্পীরা। লকডাউন শিথিল হওয়ার কারণে এবার বেড়েছে কাজের চাপ। তাই রাত-দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরী করছেন দেবী দুর্গাকে। নির্ধারিত সময়ের আগেই প্রতিমা বুঝে দিতে কাজ করছেন তারা। শহরের চাকলাপাড়া, হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরীর কাজ। নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দূর্গা দেবীকে। পাশাপাশি চলছে লক্ষ্মী, স্বরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরীর কাজ। কোন মন্ডপে চলছে কাঠামো তৈরী আবার কোথায় করা হচ্ছে মাটির কাজ। সনাতন ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় ঝিনাইদহে যেন দম ফেলার ফুরসরত নেই প্রতিমা তৈরীর কারিগরদের। লকডাউন শিথিল হওয়ায় এবার কাজের চাপ বেশি। তাইতো ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের। তবুও খুশি তারা।
খোকন কুমার বিশ্বাস নামের এক কারিগর বলেন, গত বছর করোনার কারণে আমাদের কাজ কম ছিল। আয়ও গত বছর কম হয়েছে। করোনার কারণে প্রতিমার কম তৈরী করেছিলাম। কিন্তু এ বছর প্রতিমা বেশী বানাচ্ছি। এতে আমরা খুশি। আকাশ দাশ নামের এক শিল্পী বলেন, আমাগের খুব ব্যস্ততা যাচ্ছে। সকাল ৬ ডা থেকে শুরু করে রাত ডো পর্যন্ত কাজ করতি হচ্চে। তুবও ভালো কিছু টাকা তো হবিনি। সুজন পাল নামের এক শিল্পী বলেন, এবার আমরা তো প্রথম দিকে অনিশ্চতায় ছিলাম। কাজ কয়টা হবে তা ঠিক হয়নি। লকডাউন খুলে দিয়ার জন্যি হঠাৎ করে কাজ বেড়ে গেছে। তাই রাত-দিন বান্ধে কাজ করতি হচ্চে। কিন্তু এবার প্রতিমা তৈরীর সব মালামালের দাম প্রায় দ্বিগুন হয়ে গেছে। খরচ এবার একটু বেশি হয়ে যাচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত জানান, এ বছর জেলার ৬ উপজেলায় ৪৩২ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপুজা। আগামী ১১ অক্টোর ষষ্টীপুজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা পূজারী ও মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারীকে বলে দিয়ে মন্ডপে যেন স্বাস্থ্যবিধি মানা হয়। জীবানুনাশক স্প্রে, শতভাগ মাস্ক পরিধানের ব্যবস্থা করা হয়েছে। করোনার সংক্রমন যেন যা বাড়ে যে ব্যাপারে আমরা সচেতন আছি। এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব নিবিঘœ ও উৎসব মুখর করতে জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রতিটা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারিতে থাকবে।
Leave a Reply