কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা তীরে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। এঘটনায় কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়টা বালুঘাটে এ ঘটনা ঘটে। তবে যারা এগুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করেই স্পীডবোডে ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসী ফিল্মী স্টাইলে কুষ্টিয়ার ভেড়ামারায় রায়টা বালুঘাট এলাকায় এসে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এতে রায়টা ফয়জুল্লাহপুর এলাকার কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত আমিরুল ইসলামকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন ধরেই ভেড়ামারার পদ্মায় বালুবহনকারী নৌকা চলাচলে কৃষি জমিসহ নদীপাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়। এতে বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। এতে ক্ষুব্ধ হন রাজশাহীর আলাইপুর এলাকার বালু ব্যবসায়ী বেলাল মন্ডলসহ বেশ কয়েকজন। তারই জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা।পার্থ নামে এক কৃষক জানান, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুরে বালুঘাট সৃষ্টি হওয়ায় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পদ্মা তীরবর্তী এলাকা কোলদিয়াড়, কান্দিরপাড়া এবং ভেড়ামারা উপজেলার বেশ কিছু এলাকায় বালু বোঝায় বড় বড় নৌকা এবং কার্গো চলাচলের কারনে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ফসলিজমি, বসতবাড়িসহ নদীপাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়। প্রতিকার চেয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করায় ক্ষুব্ধ হন ওই সমস্ত প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। দৌলতপুর উপজেলার কোলদিয়াড় গ্রামের বাসিন্দা আতর আলী জানান গত মাসের ১৯ জুন ভাঙন প্রতিরোধে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দায়ের করি। ওই অভিযোগের প্রেক্ষিতে মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন অভিযান চালালেও কমেনি অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম। তবে এমন পরিস্থিতি চলতে থাকলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী নেয়ার কথাও জানান তিনি। এবিষয়ে ভেড়ামারা থানার অফিসার আব্দুর রব তালুকদার জানান এরকম একটা ঘটনা ঘটেছে বলে জেনেছি। এতে আহতও হয়েছেন একজন। কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে গুলিবর্ষণের ঘটনার পর রায়টা এলাকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি হয়।
Leave a Reply