ঢাকা অফিস ॥ গত ১২ জুন রাতে ইরানের বিভিন্ন শহর ও পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। যার নাম ছিল ‘অপারেশন রাইজ়িং লায়ন’। তার পরের দিনই ইরান তার আকাশসীমা ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল। তেহরান ঘোষণা করেছিল বৃহস্পতিবার রাতে। শুক্রবার থেকেই ইরানের আকাশসীমা আনুষ্ঠানিক ভাবে খুলে গেল সমস্ত অসামরিক উড়ানের জন্য। প্রায় তিন সপ্তাহের বিরতির পরে শুরু হল বিমান চলাচল। গত ১২ জুন রাতে ইরানের বিভিন্ন শহর ও পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। যার নাম ছিল ‘অপারেশন রাইজ়িং লায়ন’। তার পরের দিনই ইরান তার আকাশসীমা ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। তার আগেই অবশ্য ২১ জুন গভীর রাতে মার্কিন ‘স্টেল্থ’ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’ ইরানের তিন পরমাণুকেন্দ্র— নাতান্জ়, ফোরডো এবং ইসফাহানে জিবিইউ-৫৭ (বাঙ্কার ব্লাস্টার সিরিজ়ের সবচেয়ে শক্তিশালী বোমা) ফেলেছিল।
Leave a Reply