ওলি ইসলাম ॥ জুলাই গন অভ্যুথানের ১১ মাস অতিবাহিত হলেও ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর পলাতক জাসদ নেতা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান’র হাতে এখনো জিম্মি কুষ্টিয়ার ভেড়ামারার আদর্শ ডিগ্রী কলেজ। কলেজের অধ্যক্ষ’র চেয়ার দখলে নেয়ার প্রচেষ্টায় মোটা অংকের টাকা উড়িয়ে এখনো সব কিছু নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করছেন তিনি। কলেজটির বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, জাল সার্টিফিকেট’র অভিযোগ তুলে বিব্রতকর অবস্থায় ফেলানো, কলেজের শিক্ষার মানোন্নয়নে বাধাগ্রস্ত করা এবং জোর করে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে অধ্যক্ষ’র চেয়ার দখল করার অপচেষ্টা সহ বিস্তার অভিযোগও রয়েছে ওই মিজানুর রহমানের বিরুদ্ধে। কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র অভিভাবক সহ সকলের দাবী, ফ্যাসিষ্ট’র দোষরদের শাস্তি নিশ্চিত করে আদর্শ ডিগ্রী কলেজ কে নতুন করে ঢেলে সাজিয়ে প্রাণ দিতে হবে। ফিরিয়ে আনতে হবে কলেজের হারানোর গৌরব।
ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন কুষ্টিয়া-২। ২০০৯ সাল থেকে এই আসনের সংসদ সদস্য ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। এই দুই উপজেলায় আওয়ামীলীগের থেকে অনেক বেশি দাপট ছিল জাসদ’র। ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক মিজানুর রহমান জাসদ রাজনীতিতে যোগ দিয়ে বাগিয়ে নেন চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহ-সভাপতির পদ। সেই সুবাধে আওয়ামীলীগ নেতা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল আলম কে সরিয়ে ২০১৪ সালের ১০ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ’র চেয়ার দখল করে নেয় মিজানুর। দীর্ঘ সময় ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকার সুযোগ না থাকলেও নানা তালবাহানা আর তৎকালীন প্রভাবশালী নেতাদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে তিনি ছিলেন বহাল তবিয়তে। দায়িত্ব পালন করেছেন একটানা সাড়ে ৮ বছর। ৩ মাস করে অন্যদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব দিয়ে কৌশলে তিনিই আবার ফিরেছেন স্বপদে। দুই মেয়াদে আরো ৪ মাস অধ্যক্ষ’র দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিরুদ্ধে বিগত ১৬ বছরে কলেজে ত্রাসের রাজত্ব কায়েম করে শিক্ষার পরিবেশ ধ্বংস, কলেজের অর্থ সম্পদ পকেটস্থ করে লুটপাট, বড় বড় গাছগুলো বিক্রি করে টাকা আত্মস্বার্থ, শিক্ষক নিয়োগ সহ প্রায় ১ কোটি টাকা লোপাট, কলেজের আবকাঠামোগত উন্নয়নের অর্থ আত্মসাৎ এই নিয়ে কয়েক কোটি টাকার বিস্তর অভিযোগ উঠে। কলেজের শিক্ষকদের দাবী, কলেজ থেকে লোপাটের বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ করে তিনি ফ্যাসিজম প্রতিষ্ঠার কাজে ব্যায় করেছেন। এই জন্য কলেজের টিউশন ফিস সহ শিক্ষকদের অধিকারের টাকাও পাননি শিক্ষকরা।
৫ অগাষ্ট ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে গাঁ ঢাকা দেয় মিজানুর রহমান। এরপর রাতারাতি ভোল পাল্টে স্থানীয় প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে ৭ অগাষ্ট অধ্যক্ষ’র চেয়ার দখল করে নেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে ১৯ অগাষ্ট বিতাড়িত হন ফ্যাসিষ্টের সহযোগী মিজানুর রহমান। ২০ অগাষ্ট থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্লিন ইমেজের শিক্ষক ও শিক্ষক নেতা মোঃ শামসুজ্জোহা।
আদর্শ কলেজের প্রভাষক শামসুন্নাহার জানিয়েছেন, ফ্যাসিষ্ট মিজানুর রহমান ৫ অগাষ্ট পরবর্তী সময়ে অধ্যক্ষ’র চেয়ার থেকে অপসারিত হওয়ার পর থেকেই কলেজ ধ্বংসের নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তার আশংকা, বর্তমান অধ্যক্ষ ৫ অগাষ্ট পরবর্তী সময়ের বিপ্লবী অধ্যক্ষ। তিনি ফ্যাসিষ্ট আমলের নানা অনিয়ম, দূর্নীতি, লুটপাটের তদন্ত করে মিজানুর রহমানকে চাকুরিচ্যুত সহ কলেজ উন্নয়নে নানা ভূমিকা রাখবেন। লুটপাট করা অর্থও তিনি ফিরিয়ে এনে কলেজ উন্নয়নে ব্যায় করবেন। এমন আশংকা থেকেই শামসুজ্জোহা কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে সরিয়ে দেয়ার মিশনে নামেন। কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি কে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে গত ৯ মার্চ জোর করে অধ্যক্ষ’র চেয়ার দখলেও নিয়েছিলেন। ১ ঘন্টা চেয়ারে বসে দায়িত্ব পালনের চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয় নি। পরে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর থেকে তিনি আর অদ্যবধি কলেজে আসেন নি।
কলেজের জৈষ্ঠ্য প্রভাষক আশরাফুল ইসলাম জানিয়েছেন, দূর্নীতিবাজ সাবেক অধ্যক্ষ মিজানুর রহমানের সহযোগী অবসরপ্রাপ্ত জৈষ্ঠ্য প্রভাষক আব্দুল কাউয়ুম। সম্প্রতি তাকে দিয়ে শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করানো হয়। বলা হয়, বর্তমান অধ্যক্ষ শামসুজ্জোহা’র কম্পিউটার সনদ জাল। বোর্ড কর্তৃক তদন্তে মিথ্যা প্রমানিতও হয় সেই তথ্য। তারপরও বিভিন্ন সময় কলেজের উন্নয়ন কে বাধা গ্রস্থ করতেই টাকা দিয়ে একটি পক্ষ কে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয় শামসুজ্জোহার সাটিফিকেট জালের ভুয়া তথ্য। বিভিন্ন পত্র-পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে, সাংবাদিকদের বিফ্রিং করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জোহা। এসময় তিনি বলেন তিনি ষড়যন্ত্রের শিকার। ২৩ বছর সুনামের সাথে দায়িত্ব পালনের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব নেওয়ার কারনেই ফ্যাসিষ্টের সহযোগী এবং দোষররা এই ষড়যন্ত্র শুরু করেছে। বোর্ড কর্তৃক কম্পিউটার শিক্ষার ভেরিফায়েড সার্টিফিকেট এবং ২০০৫ সালে কম্পিউটার প্রশিক্ষন কোর্সে সান্ধ্যকালীন ব্যাচে অংশগ্রহনের অনুমোদন কপি সহ বৈধ সকল কাগজপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, আমার যোগদান ২০০২ সালে। অন্যদিকে ফ্যাসিষ্ট মিজানুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২০১৪ সাল থেকে। আমার সাটিফিকেট জাল হলে তিনি সে সময়ই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। তিনি জানান, বর্তমানে কলেজের প্রভাষকদের বেশির ভাগই ফ্যাসিষ্ট আওয়ামী ও জাসদপন্থী। বিপ্লবী সরকারের পক্ষে উল্লেখযোগ্য প্রভাষক নেই। আমাকে সরিয়ে দিতে পারলেই অধ্যক্ষের দায়িত্বে আসবে কোন আওয়ামী ও জাসদ পন্থী প্রভাষক। এজন্যই নানা ষড়যন্ত্র শুরু করেছেন ফ্যাসিষ্টের দোষররা। আর এটা বাস্তবায়ন করতে পারলেই, বিগত ১৬ বছরের নানা অনিয়ম, দূর্নীতি সব কিছু থেকেই মুক্তি পেয়ে যাবে ওই ফ্যাসিষ্টরা। তবে এ বিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কে পাওয়া যায় নি।
Leave a Reply