আলমডাঙ্গা ব্যুরো ॥ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড। সরকারের রাজস্ব আদায় থেকে মাদক নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে কাজ করলেও এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর রাবিবক হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ভোল পাল্টে তার এবং দোসরদের স্বৈরাচারী কর্মকান্ডে কেরু কোম্পানি এবং মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ অধিদপ্তরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই কোম্পানি অধীন ১৩ টি ওয়্যার হাউস আছে। তবে হঠ্যাৎ করে সবগুলো কর্মকর্তাকে নতুন এমডি আসার পর বদলি করা হয়েছে। এর মধ্যে ঢাকার ওয়্যার হাউসে বর্তমানে কর্মরত হারুন অর রশিদকে ৩০ লাখ টাকার বিনিময়ে বদলি করা হয়েছে। কোন এক অদৃশ্য কারণে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। সৌমিক হাসান রুপমকে ঢাকা থেকে কম গুরুত্বপূর্ণ পঞ্চগড় বন্ধ সুগার মিলে বদলি করা হয়। রুপম কেরু অ্যান্ড কোম্পানির আসন্ন সিবিএ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থীও ছিলেন। তার নির্বাচনের কয়েকদিন আগে তাকে কেরু কোম্পানি থেকে বদলি করা হয় অন্য মিলে যাতে সে আর এই নির্বাচন না করতে পারে তার জনপ্রিয়তা ছিল অনেক শ্রমিকরা এই নিয়ে একদিন মিল বন্ধ রেখেছিল আন্দোলন করে একদিন মিল বন্ধ থাকা মানে কোম্পানিকে গুনতে হয়েছিল লোকসানের ভার। এমডিকে অফিসের মধ্যে অবরুদ্ধ করে রেখেছিল শ্রমিকরা। মোঃ আব্দুল্লাহ আল মামুন এর কাছ থেকে লিপিকা ভদ্র কে দেওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেন, আব্দুল্লাহ আল মামুন তার চাহিদা মেটাতে না পারাতে তাকে তিন ধাপ ডিমোশন দিয়ে ঠাকুরগাঁও সুগার মিলে বদলি করেন, মো. দেলোয়ার হোসেনকে বরিশাল ওয়্যার হাউস থেকে নাটোর সুগার মিলে, আলমগীর হোসেনকে পাবনা থেকে নাটেরের গোপালপুর সুগার মিলে, গোডাউন ইনচার্জ সাজেদুর রহমান তপনকে ঠাকুরগাঁও সুগার মিলে। এছাড়া আর কয়েকজনকে অনৈতিকভাবে কোন কারণ ছাড়াই ওয়্যার হাউস থেকে সরিয়ে বন্ধ বা কম গুরুত্ব বন্ধ সুগার মিলে বদলি করেন। গত ২৮ এপ্রিল এক অফিস নোটিশে তাদের বদলি করা হয়। যাদের বেশিরভাগই শেখ হাসিনা সরকারের সময় দোসর হিসেবে কাজ করেছে। যা অধিদপ্তরে ব্যাপক প্রচার রয়েছে। সংশ্লিরা অভিযোগ করছেন, যাদের কোন পূর্ব অভিজ্ঞতা নাই তাদের তিনি গুরুত্বপূর্ণ চেয়ার দিয়েছেন, এজন্য প্রতিষ্ঠানের বাংলা মদের বেচা বিক্রি বহুলাংশে কমে গেছে। প্রতিটি বদলি থেকে সর্বনিম্ন ২০ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এই টাকা আবার তিনি সরাসরি গ্রহণ না করে তারই আনুগত ও করপোরেশনের সাবেক চেয়ারম্যান (বর্তমানে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত) লিপিকা ভদ্রের মাধ্যমে সংগ্রহ করেন। যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে বেরিয়ে আসবে। এখানেই ক্ষান্ত হননি মীর রাবিবক। মৌসুমের আখ মাড়াইয়ের জন্য তিনি কখন মাঠ পর্যায়ে যাননি।
এসি রুমে বসে তিনি শুধু আদেশ নির্দেশ দিচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, এই প্রতিষ্ঠানে আগে যারা গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তারা আগে মাঠ পর্যায়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের চাষিদের সঙ্গে কথা বলতেন। আখ চাষে তাদের উদ্বুদ্ধ করতে নানা প্রণোদনা দিতেন। এ কারণে আখ চাষও হতো চাহিদার চেয়ে বেশি। কিন্তু মীর রাব্বিক দায়িত্ব নেয়ার পর নিয়মিত অফিস করলেও বসে থাকেন এসি রুমে। চাষিদের কাছে যাওয়াতো দূরের কথা তার অফিসে আসলেও তিনি তাদের সাথে দেখা করেন না, এমনকি চাষিদের সঙ্গে ঠিক মত কথাও বলেন না। এ কারনে ওই জেলায় আখ চাষিরা আখ চাষে আগ্রহ হারাচ্ছেন। পাশাপাশি সরকার আখ মাড়াই মৌসুমে চাষীদের আখ চাষে প্রলুব্ধ করতে নানা ধরনের প্যাকেজ, প্রচার-প্রচারণাসহ প্রান্তিক চাষীদের চাহিদা মোতাবেক উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে। কিন্তু তিনি যোগদান করার পর এ ধরণের কর্মসূচি তেমন নেননি। তিনি যোগদানের পর গত মাড়াই মৌসুমে ৬২ জনকে চুক্তিভিত্তিক চাকুরি দেন, অভিযোগ আছে এখান থেকে তিনি জনপতি পাঁচ লক্ষ টাকা করে নিয়েছেন। চাষীদের সঙ্গে যোগাযোগ না রাখা, অফিসে কোন চাষী আসলে তাকে চেয়ারে বসতে না বলা, চেয়ারে বসে পড়লেও তাকে ধমক দিয়ে তুলে দেওয়া এবং অপমানজনক কথাবার্তা বলা এ কারণে দক্ষ চাষীরা আখ চাষ বন্ধ করে দেন। এ কারণে এ বছর আখ চাষ কম হয়। চাষ কম হওয়ায় উৎপাদনসহ কেরু এন্ড কোম্পানির বাৎসরিক আয়ে ব্যাঘাত ঘটছে। সরকার বঞ্চিত হয়েছে বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে। ডিহি ইউনিয়নের চাষী মো. সামসুল হক বলেন, অনেক আগে থেকেই আমি আখ চাষ করে এখানে সরবরাহ করতাম। কিন্তু নতুন এমডি আসার পর আমাকে বাদ দিয়ে নতুন চাষি নির্ধারণ করেছেন। অথচ আমার সঙ্গে কোন যোগাযোগই করেননি। এ কারণে আমি না শুধু, আমার মতো আরও অনেক কৃষক আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। অনুসন্ধানে আরও জানা গেছে, দেশের একমাত্র কেরু অ্যান্ড কোম্পানি সব ধরণের মদ উৎপাদন করতে পারে। তবে বাংলা মদ তারা উৎপাদন করতে পারে না। এই মদ তৈরি করতে সম্প্রতি ৪০ লাখ প্লাস্টিকের বোতল গোপন টেন্ডারের মাধ্যমে ক্রয় করা হয়। যেখানে প্রতি পিস বোতল ১৪ টাকা করে কেনা হয়। বিন্তু এই বোতলের বাজার দর ৭ টাকা করে। এক্ষেত্রে প্রতি বোতলে অতিরিক্ত ৭ টাকা বেশি গুণতে হয়েছে সরকারকে। রাব্বি হাসান এবং লিপিকা ভদ্র বোতল ক্রয় করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন, এছাডাও গত বছর ২ লাখ ৪২ হাজার বক্স বিদেশী মদ বিক্রি করা হলেও এ চলতি অর্থ বছর সেখানে বিক্রি দাঁড়িয়েছে ২ লাখে। গত অর্থ বছরে স্পিরিট উৎপাদন হয়েছিল ৬০ লক্ষ ২৮ হাজার প্রুফ লিটার।
Leave a Reply