1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:36 am

ভেড়ামারায় জমি দখলের হুমকিতে বৃদ্ধ চিওনের জীবন অনিশ্চিত, বন্দোবস্তের দাবি

  • প্রকাশিত সময় Tuesday, July 1, 2025
  • 42 বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি ॥ প্রায় ৪০ বছর আগের কথা। ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের অবহেলিত হরিপুর গ্রাম। প্রত্যান্ত অঞ্চল। কোন আধুনিকায়নের ছোঁয়া নেই। বিদ্যুতের আলো তখনো পৌছায়নি। চলাচলের রাস্তাও নেই। সমাজের হতদরিদ্র শ্রেনীর মানুষের বসবাস এখানে। অনেক হতদরিদ্র’র বসবাসের জায়গা টুকুও নেই। এমনই এক হতদরিদ্র শ্রেনীর মানুষ ওই গ্রামের মৃত নিয়ামত মন্ডলের পুত্র চিওন মন্ডল। পায়ে হাঁটা রাস্তার পাশের সরকারী ডোবা পুকুর’র অল্প জায়গা ভরাট করে মাথাগুঁজার ঠাঁই হিসাবে ছোট্র একটি ঝুপড়ি ঘর তৈরী করেন। পরিবার নিয়ে কোন রকম বসবাস করে আসছেন সেই ঘরেই।এখন সময় বদলেছে। পাকা সড়ক হয়েছে হরিপুর গ্রামের মাঝখান দিয়ে। বিদ্যুতের আলোয় আলোকিত এখন হরিপুর। হতদরিদ্র যুবক চিওন এখন অতিসয় বৃদ্ধ। ডোবা পুকুর আস্তে আস্তে ভরাট হয়ে এখন সৌন্দর্যবন্দন করেছে। প্রায় ৬ কাঠা জমির উপর চিওনের লাগানো গাছ গাছালিও বড় হতে শুরু করেছে। হরিপুর গ্রামের সড়কের পাশেই পরিপাটি সুন্দর জমিটি এখন সকলের দৃষ্টিতে পড়েছে। বৃদ্ধ চিওনের কাছ থেকে থাবা মেরে নিতে চাই প্রভাবশালীরা। সম্প্রতি এক স্থানীয় প্রভাবশালী ওই জমি তার দাবী করে জোর করে দখল নিতে গিয়ে গাছ গাছালি কেটে সাবাড় করেছে। চিওনের বসবাসের ঘরে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে। জীবন বাঁচাতে ওই জমি ছেড়ে এখন সে ছেলের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। এ নিয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামে কাছে লিখিত অভিযোগও দাখিল করেছে ওই এলাকার প্রভাবশালী ফরজ মন্ডলের পুত্র মিন্টু রহমান। তার দাবী, ওই খাস জমির পিছনে তার ব্যাক্তি মালিকানাধীন জমি। হরিপুর মৌজার যার আর এস ২০৩ নং খতিয়ান এর ৬২৮,৭১০,৬২৯। দখল ছেড়ে দেওয়ার জন্য এবং বেড়ে খুলে ফেলার নির্দেশও দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। স্থানীয়দের দাবী, দীর্ঘ ৪০ বছর ধরে ডোবা ওই জমি ভরাট করে বসবাস ও গাছগাছালি লাগিয়ে জমি রক্ষনাবেক্ষন করেছেন বৃদ্ধ চিওন। জমি মাতায় খাস জমি থাকলেই জমি তার এই নীতিতে না গিয়ে মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে বৃদ্ধ চিওনের নামেই লীজ বা বন্দোবস্ত দেওয়ার দাবী জানান। অতিসয় বৃদ্ধ চিওন মন্ডল জানান, আমি এই জমিতে অনেক কষ্ট করে বসবাসযোগ্য করেছি। প্রভাবশালী মিন্টু এই এখন দখলে নিতে চায়। রাতের অন্ধকারে আমার ঝুপড়ি ঘরে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গাছ গাছালি কেটে ফেলেছে। এর শাস্তি দাবী করে চিওন বলেন, আমি সরকারের কাছে এই জমির বন্দোবস্ত চাই।এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা জানান, একজন বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যে জায়গা বসবাসযোগ্য করেছেন, তা রক্ষা করা প্রয়োজন। প্রশাসনের সহযোগিতা না পেলে চিওনের মতো সাধারণ মানুষ আরও বিপদে পড়বে বলে আশঙ্কা তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640