1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:29 pm

এক বছরে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন নেমেছে এক তৃতীয়াংশে

  • প্রকাশিত সময় Tuesday, July 1, 2025
  • 68 বার পড়া হয়েছে

এনএনবি : গত বছরের অভ্যুত্থানের সময় ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেনের যে নি¤œমুখী প্রবণতা শুরু হয়েছিল তা অব্যাহত রয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশিরা ভারতে গিয়ে ক্রেডিট কার্ডে ৩১ কোটি টাকা লেনদেন করেছেন, ২০২৪ সালের এপ্রিলে এই খরচের পরিমাণ ছিল ৯৭ কোটি টাকা।
অর্থাৎ, এক বছরে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ নেমে এসেছে এক তৃতীয়াংশে।
সোমবার ক্রেডিট কার্ডে লেনদেনের তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক ‘অ্যান ওভারভিউ অব ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্ন উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চলতি বছর এপ্রিলে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪৬৭ কোটি টাকা খরচ করেছেন, যা এক বছর আগের তুলনায় ৭ দশমিক ৭০ শতাংশ কম। ২০২৪ সালের এপ্রিল মাসে এর পরিমাণ ছিল ৫০৬ কোটি টাকা।
বাংলাদেশি ক্রেডিট কার্ডে বিদেশে খরচের ক্ষেত্রে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তারপরেই রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও মালয়েশিয়া। ভরত নেমেছে ৬ নম্বরে।
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কার্ডে খরচ হয়েছে ৬৬ কোটি টাকা। গতবছর এপ্রিলে ছিল ৬৬ কোটি টাকার কিছু বেশি।
থাইল্যান্ডে এবার এপ্রিলে খরচ হয়েছে ৪৭ কোটি টাকা; গত বছর এপ্রিলে খরচ হয়েছিল ৪৬ কোটি টাকা।
চলতি বছর এপ্রিলে সিঙ্গাপুরে ৪৫ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা; আগের বছর এপ্রিলে খরচ হয়েছিল ৩৫ কোটি টাকা।
এবার যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ৪৩ কোটি টাকা; আগের বছর এপ্রিলে খরচ হয়েছিল ৩১ কোটি টাকা।
মালয়েশিয়ায় এ বছর এপ্রিলে ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে বাংলাদেশি ক্রেডিট কার্ডে। আগের বছর এপ্রিলে হয়েছিল ২০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক ২০২৩ সাল থেকে ক্রেডিট কার্ডের তথ্য প্রকাশ করছে। সেখানে দেখা যায়, প্রতি মাসেই ভারতে সবচেয়ে বেশি লেনদেন করতেন বাংলাদেশিরা। এর পরের অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। ২০২৪ সালের জুলাই পর্যন্ত এ অবস্থা ছিল।
গত বছর ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিসা কড়াকড়ি আরোপ করে ভারত।
এর ফলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ অনেকাংশে কমে গেছে। সে কারণে সেখানে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও কমে গেছে।
গতবছর জুলাইয়ে বাংলাদেশিরা ভারতে গিয়ে ক্রেডিট কার্ডে ৭৩ কোটি টাকা খরচ করেন। আর জুনে এর পরিমাণ ছিল ৯২ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আগস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশিরা ভারতে যাওয়া কমিয়েছেন। তার আগের ডেটা বলছে, বাংলাদেশিরা ভারতেই সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডে খরচ করতেন। প্রেক্ষাপট পরিবর্তন হওয়াতে বাংলাদেশিরা যে ভারতের বদলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে বেশি যাচ্ছেন, ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য সেই ইঙ্গিতই দিচ্ছে।”
বিদেশিরা দেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও দেয় বাংলাদেশ ব্যাংক।
এপ্রিল মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছেন ২৬২ কোটি টাকা, যা আগের বছর এপ্রিলে ছিল ১৯৯ কোটি টাকা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে বিদেশি নাগরিকদের খরচ ৬ দশমিক ৩১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ১০৮ কোটি টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ১৯ কোটি টাকা খরচ করেছেন।
তৃতীয় অবস্থানে রয়েছেন ভারত। দেশটির নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৫ কোটি টাকা।
ক্রেডিট কার্ডের সঙ্গে ডেবিট কার্ডের তথ্যও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশিরা চলতি বছর এপ্রিলে সবচেয়ে ডেবিট কার্ডের মাধ্যমে খরচ করেছে চীনে। এ মাসে ৬৪ কোটি টাকা খরচ করেছেন।
ডেবিট কার্ডের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে ৩৬ কোটি টাকা। আর তৃতীয় অবস্থানে থাকা ভারতে ২৯ কোটি টাকা খরচ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640