1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 7:10 am
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘আরও হামলার চিন্তা ছাড়তে হবে’, বললেন ইরানি মন্ত্রী

  • প্রকাশিত সময় Tuesday, July 1, 2025
  • 86 বার পড়া হয়েছে

এনএনবি : কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানে আরও হামলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ্ত-রাভাঞ্চি।
বিবিসিকে তিনি বলেছেন, ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে জানিয়েছে যে তারা এই সপ্তাহেই ফের আলোচনা শুরু করতে চায়। কিন্তু আলোচনা চলার সময় আরও হামলা হবে কিনা, ‘খুবই গুরুত্বপূর্ণ এ প্রশ্ন’ নিয়ে সুস্পষ্ট জবাব দেয়নি তারা।
চলতি মাসে ইসরায়েল যখন আচমকা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখনও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছিল। ইসরায়েলি হামলার পাল্টায় পরে ইরানও ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেয়।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা মেরে যুক্তরাষ্ট্র ২১ জুন এই সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়ে। এর পাল্টায় তেহরান কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারপর তড়িঘড়ি ইসরায়েল-ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি হলে পরিস্থিতি ঠা-া হয়ে আসে।
তাখ্ত-রাভাঞ্চি বলছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে অধিকার রয়েছে, তাতে অটল থাকবেন তারা।
তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পথে অগ্রসর হচ্ছে, এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, “গবেষণার জন্যও ইরানকে পারমাণবিক উপাদান পেতে দেওয়া হয়নি, তাই আমাদেরকে নিজেদের ওপরই নির্ভর করতে হয়েছে।
“এখন সেটার মাত্রার কী হবে, সক্ষমতা কেমন থাকবে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু কেউ যদি বলে, তোমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, শূন্য সমৃদ্ধ থাকতে হবে, আর যদি রাজি না হও তাহলে আমরা বোমা মারবো, তবে তো সেটা জঙ্গলের আইন হল।”
ইরান পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে—এমন দাবি করে গত ১৩ জুন শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি ইসরায়েল তেহরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদেরও হত্যা শুরু করে।
এর বদলায় ইরানও পাল্টা হামলায় নামলে দুই পক্ষ টানা ১২ দিন ধরে একে অপরের বিভিন্ন স্থাপনায় আকাশপথে হামলা চালাতে থাকে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রর ইরানের তিনটি পরমাণু স্থাপনা- ফোরদো, নাতাঞ্জ ও ইস্ফাহানে বোমা ফেলে।
এই বোমায় ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি গুঁড়িয়ে গেছে’ বলে ট্রাম্প দাবি করলেও আদৌ কতটুকু ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। তাখ্ত-রাভাঞ্চিও বলছেন, তিনি এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না।
এদিকে জাতিসংঘের ওয়াচডগ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেগুলো ‘পুরোপুরি ধ্বংস’ হয়নি।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কয়েক মাসের মধ্যে ফের শুরু করার সম্ভাবনা ইরান রাখে বলেও তিনি মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সেরকমটা আদৌ হবে কিনা, তা তিনি জানেন না।
আইএইএ-র সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমশ পড়তির দিকে। জাতিসংঘের এ সংস্থাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহযোগী অভিযোগ করে বুধবার শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পার্লামেন্ট এ আনবিক ওয়াচডগের সঙ্গে সহযোগিতা স্থগিতের একটি পদক্ষেপের পক্ষে সায়ও দিয়েছে।
ট্রাম্প বলেছেন, গোয়েন্দা তথ্যে যদি প্রমাণ পাওয়া যায় যে ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে তাহলে অবশ্যই তিনি পুনরায় ইরানে বোমা মারার কথা বিবেচনা করবেন।
তাখ্ত-রাভাঞ্চি জানান, ফের কূটনীতিক আলোচনা কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি, আর হলেও তাতে আলোচ্যসূচি কী হতে পারে, তা তিনি জানেন না।
“আলোচনা চলাকালে ফের আগ্রাসনের মুখোমখি হতে হবে, এমনটা দেখবো কিনা- এই মুহূর্তে আমরা এই প্রশ্নটিরই জবাব খুঁজছি,” বলেছেন এ ইরানি মন্ত্রী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ‘এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের স্পষ্ট’ জবাব দিতে হবে এবং সংলাপের জন্য ‘প্রয়োজনীয় আস্থার ভিত্তি তৈরি করতে তারা আমাদের কী প্রস্তাব দিতে যাচ্ছে’ তাও পরিষ্কারভাবে জানাতে হবে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কোনো চুক্তি হলে তার ভিত্তিতে ইরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে নতুন করে ভাববে কিনা, এমন প্রশ্নের জবাবে তাখ্ত-রাভাঞ্চি বলেন, “এ ধরনের প্রস্তাবে আমরা রাজি হব কেন?”
তার ভাষ্য, ইরানের পুরো কর্মসূচিরই উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ, এমনকি ৬০% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামও বানানো হচ্ছিল একই উদ্দেশ্যে।
২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে হওয়া পরমাণু চুক্তিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ ৩ দশমিক ৬৭ শতাংশ বিশুদ্ধের মাত্রা ছাড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এই মাত্রা বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজন হয়। চুক্তি অনুযায়ী ১৫ বছর ফোরদো পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের সমৃদ্ধকরণেরও সুযোগ ছিল না তাদের।
প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ২০১৮ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং তেহরানের ওপর ফের নিষেধাজ্ঞা চাপিয়ে দেন।
এর জবাবে ইরানও তার ওপর থাকা বিধিনিষেধ একে একে ভাঙতে শুরু করে। আইএইএ পরে জানায়, ইরান ২০২১ সালে ফের ফোরদো স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে এবং সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে।
অস্ত্র বানানোর জন্য ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম লাগে; আইএইএ-র হিসাব অনুযায়ী, ইরানের কাছে যে পরিমাণ ৬০ শতাংশ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা ৯০%-এ নিয়ে গেলে অন্তত ৯টি পারমাণবিক বোমা বানানো সম্ভব।
ইরান নিয়ে ইউরোপীয় ও পশ্চিমা নেতাদের আস্থার সঙ্কটের বিষয়ে জানতে চাইলে তাখ্ত-রাভাঞ্চি উল্টো কিছু ইউরোপীয় নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ‘হাস্যকরভাবে’ সমর্থন দেওয়ার অভিযোগ আনেন।
তিনি বলেন, যারা ইরানকে তার পারমাণবিক কর্মসূচির জন্য সমালোচনা করছে, তাদের উচিত তেহরানের সঙ্গে যা হয়েছে তার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করা।
“আর তাদের যদি যুক্তরাষ্ট্রের সমালোচনা করার মতো সাহস না থাকে, তাহলে তাদের উচিত চুপ থাকা, আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা না করা,” বলেছেন তিনি।
তাখ্ত-রাভাঞ্চি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান এ বার্তা পেয়েছে যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলার নিশানা বানিয়ে যুক্তরাষ্ট্র ইরানে শাসনব্যবস্থা বদলাতে চায় না।
ইরানে হামলা চালানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনির মোল্লাতন্ত্র ছুড়ে ফেলে নিজেদের ‘স্বাধীনতার জন্য উঠে দাঁড়াতে’ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে গত সপ্তাহে যুদ্ধবিরতির পর ট্রাম্প বলেছেন, তিনি এমনটা চান না।
তাখ্ত-রাভাঞ্চি বলছেন, ইরানে এমন কিছু ঘটবে না, আর এ ধরনের চিন্তা ‘একেবারেই অর্থহীন’।
তিনি বলেন, “কিছু ইরানি সরকারের কিছু কাজের সমালোচনা করলেও যখন বিদেশি আগ্রাসনের প্রশ্ন আসে, তখন সবাই তা মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে যায়।”
এ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আদৌ টিকবে কিনা, তা নিশ্চিত নই। কিন্তু আমাদের ওপর সামরিক হামলা না হওয়া পর্যন্ত ইরান এ যুদ্ধবিরতি মেনে চলবে।”
তিনি আরও বলেন, পারস্য উপসাগরে ইরানের আরব মিত্ররা ‘আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছে’। তিনি নাম না বললেও এ দেশগুলোর মধ্যে যে কাতার আছে তা সহজেই অনুমেয়। ইসরায়েল-ইরান এখনকার যুদ্ধবিরতির পেছনেও দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
“আমরা যুদ্ধ চাই না। আমরা আলোচনা ও কূটনীতিতে থাকতে চাই। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন ফের বেকুব বনে না যাই,” বলেছেন ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী তাখ্ত-রাভাঞ্চি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640