এনএনবি : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের সন্তান জন্ম নিলে তাদেরকেও মা-বাবার সঙ্গে বিতাড়ন করা উচিত বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিন।
রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি-র “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ওকলাহোমার এই সিনেটর একথা বলেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ কার্যকরের দ্বার খুলে গেছে।
এনবিসির অনুষ্ঠানে এ বিষয়ে সিনেটর মুলিনের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাকে প্রশ্ন করা হয়, যেসব অবৈধ অভিবাসীর শিশু যুক্তরাষ্ট্রে জন্মেছে, তারা বর্তমান আইনে মার্কিন নাগরিক। কিন্তু তাদের মা-বাবা যদি যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হন, তাহলে ওই শিশুদের কী হবে?
মুলিন জবাবে বলেন, “মা-বাবা যেখানে থাকবেন, তাদেরও সেখানেই যাওয়া উচিত।” প্রশ্ন তুলে তিনি বলেন, “আপনি কেনই বা কোনও শিশুকে তার মা-বাবার সঙ্গে পাঠাবেন না? আমি বলতে চাচ্ছি, কেন আপনি তাদের আলাদা করতে চাইবেন?”
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। গত শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আদেশ কার্যকরের পক্ষেই রায় দিয়েছে।
এ রায় অভিবাসী ও অধিকারকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন, কিছু রাজ্যে যদি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নীতি কিছু রাজ্যে প্রযোজ্য হয়, আর কিছু রাজ্যে না হয়- তবে বাস্তব পরিস্থিতি কী দাঁড়াবেÑ তা অনিশ্চিত।
Leave a Reply