জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপিসহ বিভিন্ন মহলের শোক
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির নিবেদিত কর্মি, শহরের ফজলুল বারী চৌধুরী মার্কেটের মক্কা হার্ডওয়্যারের প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ রবিউল ইসলাম বাবর আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) গতকাল সোমবার ৩০ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। সোমবার বাদ মাগরিব হরিপুর বড় গোরস্থানে মরুহুমের নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। মৃত্ব্যকালে মরহুমের বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ ভাই-বোন, আত্মীয় স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, ছাত্রজীবন থেকেই বাবর আলী বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে ব্যবসার পাশাপাশি ছাত্রদল, যুবদল, বিএনপির সকল অঙ্গসংগঠনের সাথে রাজনীতি করেছেন। বিগত ১৫ বছর বিএনপির রাজনীতির করার কারণে তিনি বেশ কয়েকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তার পরও বিএনপির রাজনীতি তিনি কখনও সরে আসেননি। পরিবার সুত্র জানায়, তিনি দীর্ঘদিন থেকে হার্ট জনিত রোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সোমবার সকাল সাড়ে ১১টায় দোকান থেকে ওয়াশরুমে গেলে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া ২শ ৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্ব্যর খবরে হাসপাতাল থেকে এলাকায় ছড়িয়ে পড়লে দলে দলে নেতাকর্মি, এলাকার মানুষ ও হাসপাতাল ও তার বাড়ীতে ভিড় করতে থাকে তাকে এক নজর দেখতে। এ সময় পরিবারের আহাজারিতে এলাকায় শোকাহত পরিবেশ তৈরি হয়। বাবর আলী অত্যান্ত বিনয়ীয়, সদালপি, মিষ্টভাষী, পরোপকারী ব্যক্তি ছিলেন। তার রাজনৈতিক ও ব্যবসায়ীক জীবনে সকলের কাছে অত্যান্ত গ্রহনযোগ্য, নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বিগত আওয়ামীলীগের সময়ে রাজপথের সকল আন্দোলন সংগ্রামে কৃতিত্বপুর্ণ ভুমিকা রেখেছেন। তাঁর মৃত্ব্যতে বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মিদের মাঝে শোকাচ্ছন্ন পরিবেশ নেমে আসে। সোমবার বাদ মাগরিব হরিপুর বড় ঈদগাহে নামাজে জানাযা শেষে হরিপুর গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ, সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লবসহ বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিকসহ এলাকার হাজার হাজার মানুষ মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহন করেন। বাবর আলীর মৃত্ব্যতে জেলা বিএনপির আহবায়ক বিভিন্ন মহল পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির শোক
হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি রবিউল ইসলাম বাবর আলীর মৃত্ব্যতে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকেশৗলী জাকির সরকার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, বাবর আলী ছিলেন বিএনপির একজন নিবেদিত কর্মি। তার মত ত্যাগী, পরিক্ষিত নেতা আগামীতে বাংলাদেশ গঠনে খুব প্রয়োজন ছিল। আজ তাঁর অকাল প্রয়ানে দল একজন নিবেদিত কর্মিকে হারালো, পরিবার হারালো একজন যোগ্য অভিভাবককে যা কোন দিন পুরণীয় নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির শোক
হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম বাবর আলীর মৃত্ব্যতে সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ ও সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বার্তায় উল্লেখ্য করেছেন, বাবর আলী একজন সৎ, নির্ভিক, ত্যাগী কর্মি ছিলেন। দলের মধ্যে অবদান অতুলনীয়। তাঁর মৃত্ব্যতে দল একজন নিবেদিত কর্মিকে হারালো যা পুরণীয় নয়। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
সৈয়দ মেহেদী আহমেদ রুমীর শোক
হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম বাবর আলীর মৃত্ব্যতে
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ কাছে দোয়া চেয়েছেন।
অধ্যক্ষ সোহরাব উদ্দিনের শোক
হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম বাবর আলীর মৃত্ব্যতে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি উল্লেখ্য করেছেন, বাবর আলী দলের একজন নিবেদিত কর্মি ছিলেন। তাঁর সতত্যা, নিষ্ঠায় সাধারণ মানুষের কাছে দলের ভাবমুর্তি ফুটে উঠতো। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
এ ছাড়া মোঃ রবিউল ইসলাম বাবর আলীর মৃত্ব্যতে কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান লাল, চৌধুরী কওসের উদ্দিন আহমেদ সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি একে এম আশরাফুল ইসলাম মতিন ও সাধারণ সম্পাদক সুজন ও কুষ্টিয়া জজ কোর্টের পিপি বিশিষ্ট আইনজীবি এ্যাডঃ খন্দকার সিরাজুল ইসলাম পৃথক পৃথক ভাবে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply