এনএনবি : দুর্নীতির অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে মামলা চলছে, তা নিয়ে কৌঁসুলিদের একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইসরায়েলের সহায়তায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা ওয়াশিংটন নেতানিয়াহুর বিরুদ্ধে এমন কর্মকা- ‘মেনে নেবে না’।
২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে ঘুষগ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০২০ সালে তিন ফৌজদারি মামলায় তার বিচার শুরু হয়।
নেতানিয়াহুর আইনজীবীরা সম্প্রতি তার জেরার কার্যক্রম কূটনীতিক ও নিরাপত্তা সংক্রান্ত কারণ বিবেচনায় দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন; শুক্রবার আদালত ওই আবেদন প্রত্যাখ্যান করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার তার জেরা শুরু হওয়ার কথা।
“নিয়ন্ত্রণহীন কৌঁসুলিরা নেতানিয়াহুর সঙ্গে যা যা করছেন, তা পুরোপুরি পাগলামি,” শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন ট্রাম্প। তার অভিযোগ, ইসরায়েলি এ বিচারিক প্রক্রিয়া ইরান ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে নেতানিয়াহুর আলোচনা চালিয়ে যাওয়া কঠিন করে তুলবে।
ইসরায়েলের কৌঁসুলিদের মুখপাত্র ট্রাম্পের এ পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। নেতানিয়াহু ট্রাম্পের পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন, “ফের ধন্যবাদ ডনাল্ড ট্রাম্প। আমরা একত্রে মধ্যপ্রাচ্যকে মহান করে তুলবো।”
সপ্তাহখানেকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প ইসরায়েলে নেতানিয়াহুর বিচার নিয়ে তার অসন্তোষের কথা জানালেন। এর আগে তিনি নেতানিয়াহুর বিচার বাতিল বা তাকে ক্ষমা করে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এবার ইসরায়েলি বিচারিক প্রক্রিয়ার সঙ্গে মার্কিন সহায়তার প্রসঙ্গও টানলেন।
“যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলের সুরক্ষা ও সহায়তায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, যা অন্য যে কোনো দেশের চেয়ে অনেক অনেক বেশি। আমরা এই ধরনের ব্যাপার মেনে নেব না,” বলেছেন তিনি।
নেতানিয়াহু ‘এই মুহূর্তে’ একটি চুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলেও জানান ট্রাম্প, তবে এ প্রসঙ্গে আর বেশি কিছু বলেননি তিনি।
এর আগে শুক্রবার রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতি খুব শিগগিরই হতে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
হামাস বলে আসছে, ফিলিস্তিনি ভূখ-টিতে যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তিতে তারা বাকি সব জিম্মিকে ছেড়ে দিতে আগ্রহী। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাস নিরস্ত্র ও বিলুপ্ত হলেই তারা যুদ্ধবিরতির চুক্তি করবে। তবে হামাস অস্ত্র সমর্পণে রাজি নয়।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা এবং তার পরে যুদ্ধবিরতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি তার মধ্যে গাজা সংঘাত সমাধান নিয়ে ওয়াশিংটন, তেল আবিবের পাশাপাশি আঞ্চলিক অনেক দেশই ব্যাপক আগ্রহী, লিখেছে রয়টার্স।
Leave a Reply