ঢাকা ইউনুস কনভেস্ট সেন্টারে সোশ্যাল বিজনেস ডে-২০২৫
কাগজ প্রতিবেদক ॥ রাজধানী ঢাকায় অনুষ্টিত ইউনুস কনভেস্ট সেন্টারে আয়োজিত দুদিন ব্যাপী সোশ্যাল বিজনেস ডে-২০২৫ এ কুষ্টিয়ার মেসার্স আল হেলাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’র অংশগ্রহন করে।
আশুলিয়া জিরাবো সেন্টারে ২৭-২৮ জুন দুদিন ব্যাপী এ সোশ্যাল বিজনেস ডেতে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ্রগ্রহন করে। এখানে পৃথিবীর ১৩০টা দেশের রাষ্ট্রপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সোশ্যাল বিজনেস ডেতে , কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরের প্রতিভাময়ী ব্যক্তি হেলাল উদ্দিনের প্রতিষ্ঠান মেসার্স আল হেলাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ পরিদর্শনে আসেন অতিথিদের নিয়ে অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস উক্ত স্টলে পরিদর্শনে আসেন। এ সময় স্টলের স্বত্বাধিকারী আল হেলাল প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। তার উদ্ভাবিত ওয়ার্কসবাদ তৈরিকৃত পেঁয়াজ সংরক্ষণ মেশিন, পেঁয়াজ কাটিং মেশিন কম্বাইন হারভেস্টার স্পেয়ার পার্ট পর্যবেক্ষণ করে প্রশংসা করেন। এবং মেসার্স আল হেলাল ইঞ্জিনিয়ারিং’র প্রোপাইটর আল হেলালের বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা করেন। আল হেলাল মাননীয় প্রধান উপদেষ্টাকে তার উদ্ভাবিত বিভিন্ন সামগ্রীর একটি লিফলেট তাঁর হাতে তুলে দেন এবং তাঁকে সঙ্গে নিয়ে ছবি তুলে শুভেচ্ছা বিনিময় করেন। সুধীজন মনে করেন, মেসার্স আল হেলাল ইঞ্জিনিয়ারিং’র এ স্বিকৃতি শুধু কুষ্টিয়ার নয় বরং সারা বাংলাদেশের জন্য। হেলালের এ সফলতায় কুষ্টিয়া লাইট ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply