’এনএনবি : পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি শুক্রবার বলেছেন, কাশ্মীরের পাহলগাম হামলা এবং গত মাসে পাকিস্তানের সঙ্গে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক উত্তেজনার পর ভারত ‘স্বচ্ছতার অভাব ও মিথ্যা তথ্য ছড়ানোর কারণে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’।
চলতি মাসের শুরুতে পাকিস্তান বিশ্বব্যাপী এক কূটনৈতিক প্রচার শুরু করে, যেখানে ভারত-পাকিস্তান বিরোধে ইসলামাবাদের অবস্থান তুলে ধরার পাশাপাশি নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়া হয়। এ প্রচারণার অংশ হিসেবে বিলাওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র, লন্ডন ও ব্রাসেলস সফর করে।
শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।
ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিপিপি চেয়ারম্যান বলেন, ‘ভারত গণমাধ্যম ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে।’
তিনি বলেন, ‘বিশ্বের মানুষ পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন পড়েছে এবং তা গ্রহণ করেছে। পুরো বিশ্ব জানে ভারতের সরকার মিথ্যা বলছে এবং তাদের গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতার দাবি করলেও তারা তা প্রমাণ করতে পারেনি।’
বিলাওয়াল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই পাঁচ দিনে পাকিস্তানের গণমাধ্যম নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসেবে নিজেদের প্রমাণ করেছে। প্রতিটি দেশের সমস্যার দিক রয়েছে, কিন্তু এই পাঁচ দিনে পাকিস্তানের গণমাধ্যমের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা ন্যারেটিভের যুদ্ধে জয়ী হয়েছি।’
তিনি বলেন, ‘রাজনীতিবিদদের জন্য আমাদের কথা হলো অস্ত্র। প্রতিটি রাজনৈতিক দল স্থানীয় এবং আন্তর্জাতিক ফোরামে তাদের মতো করে ন্যারেটিভ পরিচালনা করেছে। তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকা।’
ভারতের ‘মিথ্যা’ প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘প্রথমবারের মতো ভারত কেবল গণমাধ্যমে নয়, কূটনৈতিক হটলাইনে পর্যন্ত মিথ্যা প্রচার করেছে। স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে।’
তিনি বলেন, ‘ভারত তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি স্বীকার করতে এক মাস সময় নিয়েছে, যেখানে পাকিস্তান সরাসরি তাদের বেশ কয়েকটি বিমান ভূপাতিত করার বিষয়টি জানিয়েছে।’
বিলাওয়াল বলেন, ‘ভারতের যুদ্ধ মিথ্যার ভিত্তিতে পরিচালিত হয়েছে, আর পাকিস্তান সত্যের পক্ষে দাঁড়িয়েছে। পেহেলগাম হামলার জন্য আমাদের দোষারোপ করা হলে আমরা ইতিহাস অস্বীকার করিনি। আমাদের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান না জানালে ভারত আমাদের দোষী প্রমাণে সফল হতো।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই পাকিস্তান তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পেরেছে। গণমাধ্যমকে স্বচ্ছ করে তোলার মাধ্যমে পাকিস্তানের নিজস্ব বিশ্বাসযোগ্যতার সমস্যা অনেকাংশে সমাধান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিলাওয়াল বলেন, ‘আমরা কেবল পাকিস্তানের জনগণের জন্য নয়, ভারতের জনগণের জন্যও কথা বলি। আমরা চাই না ঘৃণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক। নতুন প্রজন্ম ভারতের ঘৃণার বার্তা গ্রহণ করবে না।’
সামরিক সমতা ও শান্তি
পিপিপি চেয়ারম্যান বলেন, ‘এ সংঘর্ষের সময় পাকিস্তান কেবল আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেনি, বরং প্রমাণ করেছে যে এটি তার বৃহত্তর প্রতিবেশীর সমকক্ষ একটি সামরিক শক্তি।’
তিনি বলেন, ‘ভারতের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা পাকিস্তানের বড় জয়। আমরা সামরিক সমতা প্রতিষ্ঠা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসছিলাম, তখনই তাদের একজন জেনারেল কংগ্রেসের কাছে শপথ করে বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একজন অসাধারণ অংশীদার।’
পিপিপি প্রধান জানান, পাকিস্তান আন্তর্জাতিক আইন অনুযায়ী সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়, অথচ ভারত যুদ্ধমুখী নীতি অনুসরণ করছে। তিনি ভারতের ‘অপারেশন সিদুঁর’ এবং সিন্ধু জলচুক্তি স্থগিতের প্রচেষ্টা এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ভারতের পরিকল্পনা হলো পাকিস্তানকে ‘টেররিস্তান’ হিসেবে প্রমাণ করা এবং আমাদের পানি বন্ধ করে তৃষ্ণায় মেরে ফেলা। তারা আমাদের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র করেছিল। আমরা সেই ষড়যন্ত্র ব্যর্থ করেছি। আমরা পাকিস্তানকে এফএটিএফের গ্রে লিস্ট থেকে সরিয়ে হোয়াইট লিস্টে এনেছি। ভারত প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, ‘যুদ্ধবিরতির পর সংলাপ শুরু হওয়া উচিত। নীতিগতভাবে ভারতকে সংলাপে আসা উচিত। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের যুবকদের বলেছিলেন, ‘রুটি খাও নাকি গুলি খাও’। তিনি মূলত যুদ্ধ চেয়েছেন, শান্তি নয়।’
বিলাওয়াল বলেন, ‘মোদি একসময় গুজরাটের কসাই, পরে কাশ্মীরের কসাই, আর এখন তিনি সিন্ধু সভ্যতার কসাই হতে চান। তবে আমি আশা করি যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ করে শান্তি বজায় রাখতে কাজ করবে।’
পারমাণবিক দ্বন্দ্ব ও কাশ্মীর
কাশ্মীর প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘ভারত কাশ্মীর ইস্যুকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে রাখতে চেয়েছিল, কিন্তু যুদ্ধের পর তা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষের কারণ হতে পারে এমন কোনো বিষয় অভ্যন্তরীণ থাকতে পারে না।’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি মোদি বলে ভারত যুদ্ধবিরতি চায়নি, তবে সে একবার বলুক যে ট্রাম্প মিথ্যা বলেছে।’
তিনি বলেন, ‘আমরা একমাত্র দুটি পারমাণবিক শক্তিধর দেশ যারা পারমাণবিক বিরোধ নিষ্পত্তির কোনো ব্যবস্থা রাখিনি। কোনো দেশে কোনো সন্ত্রাসী হামলা হলে যুদ্ধ বাধার মতো অবস্থা তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে পাকিস্তান দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে কাজ করছে, যেখানে ভারত আন্তর্জাতিক আইন মানতে অস্বীকার করে এবং পুরো বিশ্বকে অস্থিরতার মধ্যে রেখে দিচ্ছে।’
Leave a Reply