কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে
কাগজ প্রতিবেদক ॥ এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুষ্টিয়ার একটি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কলম,স্কেল,পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার হলে গিয়ে এমন নোটিশ দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন পরীক্ষার্থী-অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে। এদিকে নোটিশের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে শুরু হয় সমালোচনা। তবে কম্পোজ মিসটেকের কারণে এমন ভুল হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক জানান, সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে এই ধরনের নোটিশ দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমর আশা করি না। কলেজ কর্তৃপক্ষের অবহেলা,দায়িত্বহীনতা ও উদাসিনতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। বিষয়টি নিশ্চিত করে ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, নোটিশটি ভুলবশত দেয়া হয়েছিল। কম্পোজ মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে নোটিশ রিমুভ করা হয়। তিনি আরও বলেন,পরীক্ষা হলে কি কি নিয়ে আসা যাবে,কি কি আনা যাবে না^সেটা প্রত্যেকটা পরীক্ষার্থী জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। এ বছর যশোর বোর্ডের অধীনে কুষ্টিয়ায় ৩৯টি কেন্দ্রে ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
Leave a Reply