1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 9:57 am

কুষ্টিয়া মিরপুর ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান হাত ধরেই পুনর্বাসিত হচ্ছে আওয়ামীলীগ !

  • প্রকাশিত সময় Friday, June 27, 2025
  • 237 বার পড়া হয়েছে

প্রীতিফুটবল টুর্নামেন্টে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি কবির হোসেন বিশ^াস

কাগজ প্রতিবেদক ॥ অভুত্থ্যান পরবর্তি দেশকে লেজুড়বৃত্তি রাজনীতি এবং আওয়ামীলীগ কানেকটেড মুক্ত নেতা কর্মিদের নিয়ে দল গঠনের নির্দেশনা থাকলেও তা মানছেন না কুষ্টিয়া মিরপুর ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুল রহমান। তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আর্শিবাদপুষ্ট ব্যক্তি, নেতা, কর্মিদের পরিত্যাগের পরিবর্তে পুর্ণবাসনে আত্মনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৭ জুন) ছাতিয়ান আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রীতিফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা কৃষকলীগের সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতানের আপন চাচাতো ভাই কবির হোসেনসহ স্থানীয় এলাকাবাসী। এখানে কোন বিএনপি বা অঙ্গসংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন না। সেখানে আওয়ামীলীগের একজন উপজেলা পর্যায়ের নেতা প্রধান অতিথির খবর জেনেও ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান স্বেচ্ছায় সেখানে উপস্থিত হয়ে কবির হোসেনের পাশে থেকে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন।
জানা যায়, ইতিপুর্বে ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুল রহমান বিএনপি নেতা কর্মিদের বাদ দিয়ে আওয়ামীলীগের নেতা কর্মিদের সব অনুষ্টানে বেশি প্রধান্য দিয়ে থাকেন। এবং ৫ আগষ্টের পর থেকে তিনি নানা ভাবে তাদের সাথে সখ্যতা রক্ষা করে চলেছেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় ছাতিয়ানসহ অত্র এলাকায় বিগত আওয়ামীলীগ আমলে নির্যাতি বিএনপি নেতা কর্মিদের মাঝে ক্ষোভের দানা বেঁদেছে। তারা বলছেন, সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতানের চাচাতো ভাই উপজেরা কৃষকলীগের সভাপতি কবির হোসেন বিশ^াস মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের অত্যান্ত আস্থাভাজন হওয়ায় টিপু সুলতান এবং কামারুলের মাধ্যমে বিএনপির ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মিদের পুলিশে ধরিয়ে দিয়ে নির্যাতন করেছেন মামলা দিয়েছেন, এলাকা ছাড়া করেছেন। কখনও রাজপথে স্বাধীন ভাবে আন্দোলন সংগ্রাম করতে দেয়নি। সুত্রটি বলছেন,চব্বিশের নির্বাচনে যখন বিএনপির নেতা কর্মিরা রাতে ঘরে থাকতে পারে না তখন লুৎফুল রহমান আওয়ামীলীগের নেতাদের সাথে আঁতাত করে এলাকায় অবাধে বিচরণ করেছেন। তাকে কোন হয়রানির শিকার হতে হয়নি। সুত্রটি আরও জানায়, কামারুল বাহিনী দিয়েও লুৎফুল রহমান অনেক বিএনপি নেতা কর্মিদের অহেতুক হয়রানি করেছেন, মামলা দিয়েছেন। তাই অনেকে বলাবলি করছেন, আসলে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুল রহমান প্রকাশ্যে বিএনপি হলেও অন্তরালে একজন খাঁটি আওয়ামীলীগার। তাই দুর্নীতি, খুণের অপরাধে আওয়ামীলীগের নেতা কর্মিরা যখন পালিয়ে বেড়াচ্ছেন তখন লুৎফুল রহমান এলাকায় আওয়ামীলীগকে পুর্ণবাসনে আত্মনিয়োগ করেছেন। এতে বিএনপির তৃণমুল নেতা কর্মিদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে। তারা বলছে একজন আওয়ামীলীগ পুর্ণবাসনকারী আগামীতে জাতীয় নির্বাচনে কি ভাবে কাদেরকে নিয়ে দলের হয়ে কাজ করবেন। এ ব্যাপারে লুৎফুল রহমানের মুঠোফোনে কথা হলে তিনি জানান, এলাকার ছেলেরা তাকে দাওয়াত করেছিল ফুটবল খেলার জন্য তাই তিনি সেখানে গিয়েছিলেন, বেশিক্ষণ থাকেননি অল্প সময় থেকে চলে এসেছেন, আওয়ামীলীগ পুর্ণবাসনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই চেয়ারম্যানতো বিএনপির লোকই ভোট দিয়ে বানাইছে, আমরা তো বানাইনি, এখন আমার বিরুদ্ধে মিথ্যা তত্য ছড়াচ্ছে, তিনি এলাকায় এসে সঠিক তদন্তের দাবী জানান। এদিকে গতকাল সোশ্যাল মিডিয়ায় লুৎফুল রহমান ও কৃষকলীগ নেতা কবির হোসেন বিশ^াসের প্রীতিফুট টুর্নামেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। সাধারণ নেতা কর্মিরা নিন্দা ও প্রতিবাদ জানাতে থাকে। এ ব্যাপারে তারা ওই আওয়ামীলীগ পুর্ণবাসনকারী লুৎফুল রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করেছেন ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640