1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:03 pm

এক মাসে আন্তঃব্যাংক লেনদেন কমেছে লাখ কোটি টাকা

  • প্রকাশিত সময় Friday, June 27, 2025
  • 44 বার পড়া হয়েছে

এনএনবি : বেসরকারি খাতে ঋণের জোগান কম ও তারল্য সংকটের কারণে আন্তঃব্যাংক লেনদেন এক মাসের ব্যবধানে কমেছে লাখ কোটি টাকার বেশি। চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এই লেনদেন কমেছে ১ লাখ ১৩ হাজার ৯৯ কোটি টাকা। তবে গত বছরের ফেব্রুয়ারির তুলনায় লেনদেন বেড়েছে ৪৪ হাজার ৪০২ কোটি টাকা।
বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকটের কারণে অর্থনৈতিক কর্মকা- কিছুটা কমে গেছে। বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ কম হওয়ায় এ খাতে ঋণের প্রবাহও কমেছে।
এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে সংঘটিত লুটপাটের কারণে ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতাও কমে গেছে। বিশেষ করে লুটপাটের শিকার ১১টি ব্যাংক চাহিদা অনুযায়ী অর্থ লেনদেন করতে পারছে না। ফলে আন্তঃব্যাংকেও তাদের লেনদেন কমেছে। দুর্বল কয়েকটি ব্যাংক আন্তঃব্যাংক থেকে ধার নিয়ে তা পরিশোধ করতে পারছে না। এসব কারণে লেনদেন কমেছে।
সংশ্লিষ্টরা জানান, আন্তঃব্যাংকে লেনদেন বৃদ্ধি মানেই হচ্ছে ব্যাংক খাত শক্তিশালী ও অর্থনৈতিক কর্মকা-ের গতি বাড়ছে। যে কারণে লেনদেন বাড়ছে। এর প্রভাবে টাকার হাতবদল বেশি হচ্ছে। এসব কর্মকা-ে সার্বিকভাবে ভাটা পড়লেই আন্তঃব্যাংকে লেনদেন কমে যায়। তবে লেনদেন উঠানামা করছে। কোনো মাসে বেশি চাহিদা থাকছে। কোনো মাসে কমছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৭ লাখ ৬০ হাজার ৭১৪ কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা কমে লেনদেন হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৬১৫ কোটি টাকা। এক মাসে লেনদেন কমেছে ১ লাখ ১৩ হাজার ৯৯ কোটি টাকা। তবে গত বছরের ফেব্রুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ৩ হাজার ২১৩ কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে লেনদেন বেড়েছে ৪৪ হাজার ৪০২ কোটি টাকা।
গত বছরের নভেম্বরে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ৫২ হাজার ৪২৩ কোটি টাকা। একই বছরের ডিসেম্বরে হয়েছিল ৭ লাখ ২৯ হাজার ৮০ কোটি টাকা। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন বেড়েছিল ৭৬ হাজার ৬৫৭ কোটি টাকা। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে লেনদেন বেড়েছে ৩১ হাজার ৬৩৪ কোটি টাকা। কিন্তু জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন বেশ কমে লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640