বিনোদন প্রতিবেদক ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। আর এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা। দুজনের ৬ বছরের সংসার জীবনে বিচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে পরকীয়ার কথা। এবার আরেক সংগীতশিল্পী সালমা আক্তারও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যা অনেকটা কনাকেই ইঙ্গিত করেছে।
সালমা তার ফেসবুক পোস্টে লিখেছেন, মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়। কঠিন সময় শিল্পীর পাশে থাকাটা জরুরি। আমাদের ট্যাগ কিন্তু আমরা শিল্পী। সেখানে আমাদের কর্তব্য সবাই একসঙ্গে মিলে থাকাটা।
দুই দিনের দুনিয়া কে কখন আছি আবার নেই। যার যার কষ্ট তার তার।
সালমা তার এই পোস্টে কারো নাম উল্লেখ্য না করলেও এটা যে কনাকেই ইঙ্গিত করে সেটা মানছেন অনেকেই। তার এই পোস্টকে সমর্থনও জানিয়েছেন।
এর আগে, ২৫ জুন নিজের বিচ্ছেদ নিয়ে কনা তার ফেসবুক পোস্টে জানান, ‘আমি আপনাদের ভালোবাসার কনা, জন্ম, মৃত্যু, বিয়েÑ সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।’
এদিকে কনার বিচ্ছেদ ও তার দেওয়া পোস্টকে ব্যাঙ্গ করেছেন আরেক সংগীতশিল্পী ন্যান্সি। তিনি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়-বাণীতে শেয়াল রাণী।’
উল্লেখ্য, দীর্ঘ ৭ বছরের প্রেমের পর কনা ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে তাদের আর এক ছাদের নিচে বসবাস করা সম্ভব হচ্ছে না।
২০০০ সাল থেকে গানের ভুবনে পা রাখা কনা চলচ্চিত্র, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি সব অঙ্গনেই কাজ করছেন। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।
Leave a Reply