আন্তজার্তিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই তথ্য জানান। তবে তিনি স্পষ্ট করেন, ইরানের সঙ্গে নতুন কোনো পারমাণবিক চুক্তি এখন তার কাছে জরুরি নয়।
ট্রাম্প বলেন, “আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক করব। হয়তো একটা চুক্তিও হতে পারে, আমি জানি না। কিন্তু আমার কাছে সেটা খুব জরুরি নয়।” তিনি আরও যোগ করেন, “তারা (ইরান ও ইসরায়েল) যুদ্ধ করেছিল, এখন যুদ্ধ শেষ। দুই পক্ষই ক্লান্ত। চুক্তি হোক বা না হোক, তাতে আমার কিছু যায় আসে না।”তিনি বলেন, “আমরা যদি ইরানে হামলা না করতাম, তাহলে যুদ্ধ চলতেই থাকত। আমাদের পদক্ষেপেই যুদ্ধ থেমেছে। ফরদো পারমাণবিক কেন্দ্রে যা ছিল, তা এখন পাহাড়ের নিচে চাপা পড়ে আছে, ধ্বংস হয়ে গেছে।”ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মার্কিন হামলায় ‘ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে। তবে আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট ও বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ইরান হামলার আগেই তাদের গুরুত্বপূর্ণ উপকরণ ও সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে পেরেছে।সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ শেষে দুই পক্ষই ক্লান্ত এবং আপাতত যুদ্ধবিরতি চলছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, “আমি দুপক্ষের সঙ্গেই কথা বলেছি, ওরা দুই পক্ষই ক্লান্ত, শ্রান্তৃ কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো একদিন হতে পারে। এমনকি খুব শিগগিরও শুরু হতে পারে।”
Leave a Reply