1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 6:39 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

দক্ষিণ কোরিয়ায় ট্রেনচালককে করা হলো শ্রমমন্ত্রী

  • প্রকাশিত সময় Thursday, June 26, 2025
  • 32 বার পড়া হয়েছে

এনএনবি : বিশ্বকে এক অনন্য নজির দেখালো দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক ট্রেনচালককে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে দেশবাসীর প্রশংসায় ভাসছে দেশটির সরকার।
নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিয়ং এখন সরকার গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এক্ষেত্রে বড় চমকই দেখিয়ে ট্রেনচালক কিম ইয়ং-হুনকে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। খবরে বলা হয়, গত সোমবার (২৩ জুন) দুপুরে প্রেসিডেন্ট যখন মন্ত্রিত্বের প্রস্তাব দিতে হুনকে ফোন করেন, হুন তখনও ট্রেন চালাচ্ছিলেন।
সোমবার প্রেসিডেন্টে কার্যালয়ে প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কাং হুন-সিক এক ব্রিফিংয়ে ১১টি মন্ত্রণালয়ের জন্য নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে কোরিয়া রেলওয়ে কর্পোরেশনের বর্তমান রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিম ইয়ং-হুনকে কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।
প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, তিনি (হুন) দুর্ঘটনা হ্রাস, হলুদ খাম আইন সংশোধনসহ ৪.৫ দিনের কর্মসপ্তাহ বাস্তবায়নসহ শ্রমজীবী মানুষের অধিকার শক্তিশালীকরণে ভূমিকা পালন করবেন।’
দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে এই প্রথম কোনো ট্রেনচালককে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হলো। ৫৭ বছর বয়সি ট্রেন চালক কিম ইয়ং-হুনের শ্রমিক সংগঠনের সংগঠক এক দশকের অভিজ্ঞতা রয়েছে। কিম হলেন কোরিয়ার বৃহত্তম শ্রমিক গোষ্ঠী কেসিটিইউ-এর সদস্য যা দেশটির প্রায় ১২ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন সময় শ্রমিকদের অধিকার রক্ষার্থে রক্ষণশীল সরকারের বিরুদ্ধে ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি পালন করেছে।
কিমের শ্রমমন্ত্রী মনোনয়নের দিন আইটিএক্স সেমাউল ট্রেনের ১০০৮ নম্বর ট্রেনে চালক হিসেবে ছিলেন। ট্রেনটি দুপুর ১টা ১৪ মিটিটে বুসান স্টেশন থেকে ছেড়ে সিউল স্টেশনে সন্ধ্যা ৬ টা ১৫ মিটিটে পৌঁছায়। ওইদিন মাঝপথে হুন জানতে পারেন, তাকে দেশের শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রেসিডেন্ট মিয়ংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হুন এক ফেসবুকে পোস্টে বলেন, ‘আমি এমন একটি সত্যিকারের কোরিয়া প্রজাতন্ত্রের জন্য যথাসাধ্য চেষ্টা করব যেখানে শ্রমকে সম্মান করা হবে।’
হুন কলেজ থেকে স্নাতক শেষ করার পর ১৯৯২ সালে কোরিয়া রেলরোড কর্পোরেশনে যোগদান করেন এবং রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ২০০০ সালে কোরিয়ান রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের বুসান শাখার প্রধান হিসেবে শ্রমিক আন্দোলন শুরু করেন।
হুন ২০০৪ সালে কোরিয়ান রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান এবং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে জাস্টিস পার্টিতে (বর্তমানে ডেমোক্রেটিক লেবার পার্টি) যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640