কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে তেলাপিয়া আর কুমড়োবড়ির তরকারী খেয়ে একই পরিবারে ৫ জন গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দুপুরে হরিপুর বোয়ালদহ মৃত কালুর বাড়ীতে এ ঘটনা ঘটেছে। হাসপাতাল সুত্রে জানা যায়, হরিপুর বোয়ালদহ গ্রামের মৃত কালুর বাড়ীতে তেলাপিয়া মাছ দিয়ে কুমড়োবাড়ির তরকারীর দিয়ে দুপুর ২টার দিকে খাবার শেষ করে। এর পর পর বিকেল ৪ টার দিকে মৃত কালুর স্ত্রী সহিদা খাতুন (৪৮) পুত্রবধু সাথী খাতুন (২১) ছেলে সোহেল (২৮) মেয়ে সখি (১৬) ৫ জন পেটে ব্যাথা ও বুমি করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাদের কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে পুরুষ ও মহিলা মেডিসিনি ওয়ার্ডে ভর্তি করে। কর্তব্যরত ওয়ার্ড চিকিৎসক ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাদের ফুড পয়জর্নি হতে পারে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এখ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Leave a Reply