কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একাত্তর টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শাহীন আলী (৪৮) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে কুষ্টিয়া শহরের মশান গার্লস স্কুলের সামনে ব্যস্ত মহাসড়কে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি প্রতিদিনের মতোই বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের কাজ শেষে নিজ বাড়ি মিরপুর কৃষ্ণপুর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দেন। পথিমধ্যে মশান গার্লস স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ করে একটি কুকুর মহাসড়কে দৌড়ে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথা, হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছেন। তার কলার বন ভেঙ্গে গেছে, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সনো হসপিটালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সহকর্মী, পরিবার ও শুভানুধ্যায়ীরা এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
Leave a Reply