1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 10:29 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

কাতারে হামলার: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা

  • প্রকাশিত সময় Monday, June 23, 2025
  • 158 বার পড়া হয়েছে

আন্তুর্জাতিক ডেস্ক ॥ সোমবার রাত ৮টায় কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরান ছয়টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ঘাঁটির কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তবে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। হামলার পরপরই ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নজিরবিহীন সতর্কতা জারি হয়েছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইনসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও বিমান সরিয়ে নেওয়া হয়েছে।
কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদ এয়ার বেসে (অষ টফবরফ অরৎ ইধংব) সম্প্রতি প্রায় সব যুদ্ধবিমান ও রিফুয়েলিং এয়ারক্রাফট সরিয়ে নেওয়া হয়েছে। ১৯ জুনের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, যেখানে আগে ৪০টির মতো বিমান ছিল, সেখানে এখন মাত্র তিনটি বিমান অবস্থান করছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এটি “প্রোঅ্যাকটিভ ডিসপার্সাল স্ট্র্যাটেজি”—অর্থাৎ ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি কমাতে বিমান ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছড়িয়ে ফেলা হয়েছে।
ইরাকের আল-আসাদ (অষ অংধফ অরৎনধংব) ও এরবিল (ঊৎনরষ অরৎনধংব) মার্কিন ঘাঁটিগুলো ইরানি প্রতিশোধের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই ঘাঁটিগুলো অতীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রক্সি রকেট হামলার লক্ষ্য হয়েছে। বর্তমানে এগুলোতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আবুধাবির আল-ধাফরা (অষ উযধভৎধ অরৎ ইধংব) মার্কিন বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা ও অত্যাধুনিক বিমান রয়েছে। আঞ্চলিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুয়েতের আলি আল-সালেম (অষর অষ ঝধষবস অরৎ ইধংব) মার্কিন ঘাঁটিতেও সতর্কতা জারি রয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখানেও জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত। এখানেও নিরাপত্তা বাড?ানো হয়েছে এবং জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরান সরাসরি হামলার হুমকি দিলেও, আলজাজিরা বিশ্লেষণে বলা হয়েছে, উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে সরাসরি বড় হামলার সম্ভাবনা কম, তবে প্রক্সি হামলা, ড্রোন বা সাইবার আক্রমণের ঝুঁকি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640