এনএনবি : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি আর্থিক ঝুঁকি বিশ্লেষণ মডেল অনুসরণ করে অর্থ মন্ত্রণালয় ১০১টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মূল্যায়ন করেছে। এতে দেখা গেছে, ৪২টি প্রতিষ্ঠান রয়েছে উচ্চ ঝুঁকিতে এবং ৩৭টি মাঝারি ঝুঁকিতে। অর্থাৎ, মোট ৭৯টি প্রতিষ্ঠানই সরকারের জন্য বড় ধরনের আর্থিক চাপের উৎস হয়ে উঠতে পারে। গত অর্থবছরে এসব প্রতিষ্ঠানের সম্মিলিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দেশের মোট জিডিপির ১২.৭৯ শতাংশ, যা প্রায় ৮ লাখ কোটি টাকার কাছাকাছি। শুধু সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ১৪টি প্রতিষ্ঠানের নিট ঋণের পরিমাণই ২ লাখ কোটি টাকার বেশি। এদের পরিচালনা ব্যর্থ হলে কিংবা মূলধন হারালে সেই ক্ষতি সরকারকেই পূরণ করতে হতে পারে। ঋণ বিশ্লেষণে দেখা গেছে, মোট দায়ের ৩৯ শতাংশ চলতি দায়, ২৬ শতাংশ সাবসিডিয়ারি ঋণ, ১৬ শতাংশ প্রকল্পভিত্তিক ঋণ এবং বাকিটা অন্যান্য খাতে। এমনকি সরকারের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের অনেক ঋণের বিপরীতে সার্বভৌম গ্যারান্টিও দেওয়া হয়েছে, যার পরিমাণ এখন ১ লাখ ১৯ হাজার কোটি টাকার বেশি। অর্থ বিভাগ বলছে, সরকার তিনভাবে আর্থিক ঝুঁকিতে পড়তে পারেÑ প্রথমত, যদি প্রতিষ্ঠানগুলো গ্যারান্টিযুক্ত ঋণ পরিশোধে ব্যর্থ হয়, দ্বিতীয়ত, ক্রমাগত লোকসানের কারণে তাদের টিকিয়ে রাখতে বাড়তি পুঁজি জোগান দিতে হয়, আর তৃতীয়ত, প্রত্যাশিত মুনাফা না হলে সরকারের রাজস্ব আয় কমে যেতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় অর্থ মন্ত্রণালয় আটটি নীতি কৌশলের পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়ন, সার ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনার সংস্কার, আর্থিক লেনদেনের অটোমেশন, রাজস্ব কৌশল, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ঝুঁকি অর্থায়ন। সরকার ইতোমধ্যে ওএমএস ও টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে, ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি তৈরির উদ্যোগ নিয়েছে এবং বিদ্যুৎ খাতে তিন বছরের রোড ম্যাপ তৈরি করছে। কৃষি খাতেও সার্বিক মূল্যায়নের মাধ্যমে খাদ্য উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply